স্পেনের খনি দুর্ঘটনায় চার জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৭:২৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ মার্চ, ২০২৫ (বাসস) : স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াসের একটি কয়লা খনিতে সোমবার দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরো দু’জন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মাদ্রিদ থেকে এএফপি এ খবর জানায়।

আস্তুরিয়াসের কেন্দ্রীয় সরকারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ওই দুর্ঘটনায়  গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে দুজন পুড়ে আহত হয়েছে ও তৃতীয়জনের মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।

স্থানীয় জরুরি পরিষেবাগুলো এক্স-এ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিট (গ্রিনীচ মান সময় ০৭৩০ টা) নাগাদ তারা ঘটনার খবর জানতে পেরেছে। পরে তাদের জানানো হয়, ‘একটি মেশিনে সমস্যা হয়েছে’, তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স-এ পোস্ট করা এক বার্তায় মৃতদের পরিবারের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন এবং আহতদের ‘দ্রুত আরোগ্য’ কামনা করেছেন।

উদ্ধার অভিযানে কাজ করা জরুরি পরিষেবাগুলোকে তিনি ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
১০