গাজার ‘বিস্তীর্ন এলাকা’ দখল করা হবে : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৪:৪১

ঢাকা, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়ে বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের ’বিস্তীর্ন এলাকা’ দখল করবে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

প্রতিরক্ষা প্রধান এক বিবৃতিতে বলেছেন, ’সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস ও নির্মূলের জন্য’ গাজায় ইসরাইলি সেনাবাহিনী থাকবে ।

গত সপ্তাহে তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, সেনাবাহিনী শিগগির হামাস-নিয়ন্ত্রিত গাজার অতিরিক্ত এলাকায় ’পূর্ণ শক্তি দিয়ে অভিযান’ চালাবে।

গত ১৮ মার্চ থেকে ইসরাইল গাজায় তীব্র বোমাবর্ষণ শুরু করে এবং তারপর নতুন করে স্থল আক্রমণ শুরু করে। যার ফলে হামাসের সাথে যুদ্ধে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুসারে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ওপর আক্রমণের ফলে এই যুদ্ধ শুরু হয়। যার ফলে ১ হাজার ২১৮ জন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের আপত্তির শুনানি গ্রহণ চলছে
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত: লেবার পার্টি
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল : রিজভী
১০