সিরিয়ায় ইসরাইলি বোমা হামলায় নিহত ৯

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৫:৫৭ আপডেট: : ০৩ এপ্রিল ২০২৫, ১৬:১৪

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিরিয়ার স্থানীয় সরকার ও যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দক্ষিণে ইসরাইলি বোমা হামলায় সিরিয়ায় ৯ জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী এই সময় জঙ্গিদের গুলিবর্ষণের জবাব দিচ্ছিল।

স্থানীয় সরকারের টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে এএফপি জানায়, ‘ইসরাইলি অনুপ্রবেশের পর এই গোলাবর্ষণ করা হয়।’ ‘দখলদার বাহিনী প্রথমবারের মতো এত গভীরে অগ্রসর হয়।’

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এলাকার মসজিদগুলো ইসরাইলি অনুপ্রবেশের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়ার পর সিরিয়ার স্থানীয় বন্দুকধারীরা ইসরাইলি বাহিনীর মুখোমুখি হওয়ার চেষ্টা করলে তারা নিহত হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী নাওয়ার কাছে তাসিল এলাকায় অভিযান পরিচালনা করে ‘অস্ত্র জব্দ করে ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করে। এই সময় বেশ ক’জন বন্দুকধারী তাদের বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। 

একজন মুখপাত্র বলেছেন, ‘ইসরাইলি সেনারা তাদের ওপর গুলি চালিয়ে জবাব দেয় এবং স্থল ও আকাশ থেকে হামলা চালিয়ে বেশ ক’জন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করে, তবে এতে কোনো ইসরাইলি হতাহত হয়নি।’

মুখপাত্র আরো বলেছেন, ‘আইডিএফ সিরিয়ায় সামরিক হুমকির অস্তিত্ব থাকতে দেবে না এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারিতে দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণের দাবি করে জানায়, তার সরকার ইসরাইলি ভূখণ্ডের কাছে নতুন ইসলামপন্থী-নেতৃত্বাধীন সরকারের বাহিনীর উপস্থিতি মেনে নেবে না।

গত বছরের ৮ ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতকালে, নেতানিয়াহু ইসরাইলি সেনাদের ইসরাইল-অধিকৃত ও সিরিয়া-নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যবর্তী জাতিসংঘ বাফার জোনে প্রবেশের নির্দেশ দেন। ইসরাইলি সেনা সেখানে রয়ে গেছে।

গত বছরের শেষের দিক থেকে ইসরাইল তার প্রতিবেশী সিরিয়ার ওপর শত শত বিমান হামলা চালায়। বেশিরভাগ হামলা চালানো হয় সামরিক স্থাপনা লক্ষ্য করে।

বুধবার ইসরাইল দামেস্ক এলাকাসহ সিরিয়া জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০