লী পেনকে দোষী সাব্যস্ত করা ‘এটা গণতন্ত্র নয়’ : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১১:১১
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস) :  মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার বলেছেন যে, ফরাসি অতি-ডানপন্থী নেতা মেরিন লী পেনকে খুব ছোটখাটো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া ‘এটা গণতন্ত্র নয়’ বলে উল্লেখ করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ভ্যান্স নিউজম্যাক্স টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, `তারা তাকে কারাগারে নিক্ষেপ করার জন্য এবং নির্বাচনে থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে, দেখুন, ‘এটা গণতন্ত্র নয়।’

তিনি বলেন, ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ’কিছু জরিপে লী পেন এগিয়ে ছিলেন এবং ’অবিশ্বাস্যভাবে ছোট অভিযোগে লী পেনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

২০২৭ সালের নির্বাচনে একজন শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে বিবেচিত লে পেনকে সোমবার একটি ফরাসি আদালত ইউরোপীয় ইউনিয়ন তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে এবং পাঁচ বছরের জন্য তাকে সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে লী পেনের দোষী সাব্যস্ত হওয়ার তুলনা তার নিজের আইনি লড়াইয়ের সাথে তুলনা করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রায়কে ‘খুব বড় বিষয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন ‘লী পেনের ওপর পাঁচ বছর ভোটে লড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের দেশেও এ রকম হয়েছে।’

একজন পর্ন তারকাকে চুপ থাকার জন্য ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির অভিযোগে নিউইয়র্কে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফেডারেল ফৌজদারি মামলা বাতিল করা হয়েছে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
১০