গণহত্যা সম্পর্কিত অ্যামনেস্টির প্রতিবেদন ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করা হচ্ছে : সিরিয়া সরকার

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৫

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার রাতে জানিয়েছে, তারা গত মাসে সংঘটিত সাম্প্রদায়িক গণহত্যার তদন্তের আহ্বান জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি নতুন প্রতিবেদন ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে।

দামেস্ক থেকে এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে আলাউইত সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো গণহত্যার জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই গণহত্যা যুদ্ধাপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, সহিংসতার সময় নিরাপত্তা বাহিনী এবং মিত্র গোষ্ঠীগুলো ১ হাজার ৭শ’ জনেরও বেশি বেসামরিক লোককে হত্যা করেছে। যাদের বেশিরভাগই আলাউইত সম্প্রদায়ের।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, যার ইসলামপন্থী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ডিসেম্বরে দীর্ঘস্থায়ী শাসক বাশার আল-আসাদের পতনের অভিযানের নেতৃত্ব দিয়েছিল। আহমেদ আল-শারা দায়ীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে সরকার বলেছে, তারা ‘অ্যামনেস্টি প্রতিবেদন’ এবং এর ‘প্রাথমিক সিদ্ধান্ত’ নিবিড়ভাবে অনুসরণ করছে।

এতে বলা হয়েছে, প্রেসিডেন্টের ডিক্রি কর্তৃক প্রদত্ত আদেশ, স্বাধীনতা এবং বিস্তৃত ক্ষমতা অনুসারে তাদের মূল্যায়ন করা স্বাধীন জাতীয় তদন্ত ও তথ্য-অনুসন্ধান কমিশনের ওপর নির্ভর করে। 

সিরিয়ার সরকার সশস্ত্র আসাদ সমর্থকদের নতুন নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করে সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে।

শুক্রবার সিরিয়ার সরকার অভিযোগ করেছে, প্রতিবেদনে ‘ঘটনার বিস্তৃত প্রেক্ষাপট’ উল্লেখ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
১০