জেলেনস্কির নিজ শহরে রুশ হামলায় ৯ শিশুসহ ১৮ জন নিহত

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৪৬

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (কাসস) : শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৯ শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে। 

শহরের সামরিক প্রশাসনের প্রধানের মতে, ক্ষেপণাস্ত্রটি শিশুদের খেলার মাঠের কাছে একটি আবাসিক এলাকায় আঘাত হানে এবং দুই ডজনেরও বেশি আহত হয়। 
কিয়েভ থেকে এএফপি আজ এই খবর জানায়।

সোশ্যাল মিডিয়ায় যাচাই না করা ভিডিওতে দেখা গেছে, একটি রাস্তায় মৃতদেহ পড়ে আছে। অন্য একটিতে সন্ধ্যার আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

দিনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই লিসাক টেলিগ্রামে বলেছেন, ‘ক্রিভি রিগে রাশিয়ানরা যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তখন হামলায় ১৮জন লোক নিহত হয়েছে। তাদের মধ্যে নয়জন শিশু ছিল।’

তিনি বলেছেন, হামলায় ৬১ জন আহত হয়েছেন, যার মধ্যে ১২ জন শিশু।

লিসাক আরো বলেছেন ‘এটা এমন যন্ত্রণা যা তুমি তোমার সবচেয়ে খারাপ শত্রুর জন্য কামনা করবে না।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘শহরের একটি রেস্তোরাঁয়’ যেখানে ‘ফর্মেশন কমান্ডার এবং পশ্চিমা প্রশিক্ষকরা বৈঠক করছিলেন’, সেখানে ‘একটি উচ্চ-বিস্ফোরক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে।’

লিসাক বলেছেন, ক্রিভি রিগে পৃথক ড্রোন হামলায় আরো একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের দ্রুত অবসানের জন্য জোর দিয়ে আসছেন। কিন্তু উভয় পক্ষের সাথে আলোচনা সত্ত্বেও তার প্রশাসন যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে।

জেলেনস্কি বলেছেন, এই আক্রমণ থেকে বোঝা যায় যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া পূর্ণাঙ্গ আক্রমণ বন্ধে রাশিয়ার কোনো আগ্রহ নেই।

তিনি বলেছেন, ‘এটা কেন চলতে থাকে তার একটাই কারণ, রাশিয়া যুদ্ধবিরতি চায় না এবং আমরা তা দেখতে পাচ্ছি। পুরো বিশ্ব তা দেখছে।’

ইউক্রেনীয় নেতার জন্ম ক্রিভি রিগে। একটি শিল্প নগরী যেখানে যুদ্ধ-পূর্ব জনসংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্চ মাসে মার্কিন-ইউক্রেনের একটি নিঃশর্ত এবং পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যখন ক্রেমলিন কৃষ্ণ সাগরে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতিকে পশ্চিমাদের কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভরশীল করে তুলেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে বলেছিলেন, ‘ট্রাম্প আক্রমণ নিয়ে রাশিয়ার সাথে ‘অন্তহীন আলোচনার ফাঁদে পা দেবেন না।’

তিনি বলেছেন, ‘আমরা শীঘ্রই জানতে পারব, কয়েক সপ্তাহের মধ্যেই, মাস নয়, রাশিয়া শান্তির ব্যাপারে সিরিয়াস কিনা।’

ইউক্রেনের মধ্য দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে অবস্থিত ক্রিভি রিগ, যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এবং নিয়মিতভাবে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দ্বারা টার্গেট হয়ে আসছে।

শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার ভিলকুল বলেছেন, ক্ষেপণাস্ত্রটি একটি শিশুদের খেলার মাঠের কাছে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো জানিয়েছেন, পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেছেন, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

ক্লাইমেনকো আরো বলেছেন, ‘পুলিশ রাশিয়ার যুদ্ধাপরাধের পরিণতি নথিভুক্ত করছে এবং ক্ষতিগ্রস্তদের কাছ থেকে বিবৃতি গ্রহণ করছে।’

ঘটনাস্থলের সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ি আগুনে জ্বলছে এবং লোকজনের চিৎকার শোনা যাচ্ছে।

বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত ইউক্রেনীয় কর্মকর্তা আন্দ্রি কোভালেঙ্কো হামলায় জড়িত ক্ষেপণাস্ত্রটিকে ‘ইস্কান্দার’ হিসেবে উল্লেখ করেছেন।

ইস্কান্দার হল একটি রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা ৫শ’ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কোভালেঙ্কো বলেছেন, ‘এটি বিপুল সংখ্যক মানুষকে হত্যা করার জন্য একটি ইচ্ছাকৃত হামলা।’

জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে রাশিয়াকে কূটনীতিকে ‘অন্তঃসারশূন্য’ বলে অভিযুক্ত করেছেন।

তিনি বলেছেন, ‘এখনই একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যেত এবং পুতিনই তা প্রত্যাখ্যান করেন।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০