পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪১

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপের উপকূলে শনিবার সকালে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সিডনি থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে পরে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পরে সতর্কতা প্রত্যাহার করে।

কেন্দ্রটি জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির আশঙ্কা এখন কেটে গেছে। নিকটতম পর্যবেক্ষণ স্থানে সুনামির কোনো সম্ভাবনা নেই। 

স্থানীয় সময় সকাল ৬টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল নিকটতম প্রধান শহর কিম্বে থেকে প্রায় ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

কিম্বের লিয়ামো রিফ রিসোর্টের একজন রিসেপশনিস্ট ম্যারোলিন সিম্বিকেন বলেছেন, তিনি এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি। 

তিনি এএফপি’কে বলেন, আমরা এখানে ভূমিকম্প অনুভব করেছি। তবে ভূমিকম্পে খুব বেশি ক্ষতি হয়নি। এখানে কোনো ক্ষতি হয়নি এবং কাউকে সরিয়ে নেওয়া হয়নি বলে তিনি জানান।

ইউএসজিএস তথ্য অনুসারে, সমুদ্রের একই অঞ্চলে পরে বেশ কয়েকটি আফটারশক হয়। যার প্রাথমিক মাত্রা ছিল ৪ দশমিক ৯ থেকে ৫ দশমিক ৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০