ব্যাটলগ্রুপ দায়িত্বাধীন এলাকায় ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৫৯

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় একদিনে ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে জানা গেছে। ব্যাটলগ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ৪৩০ সেনা, একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি যানবাহন ও ছয়টি কামান ধ্বংস  করা হয়েছে, যার মধ্যে দুটি পশ্চিমা-নির্মিত। 

এ হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন। 

তার মতে, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে ও ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকার বসতি মুক্ত করে।

তিনি বলেন, ‘আমরা জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্টের দুটি যান্ত্রিক, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড, একটি মনুষ্যবিহীন সিস্টেম ব্রিগেডের জনবল ও সরঞ্জামের ক্ষতি করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে
পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান
সোমবার সকাল থেকে জিম্মি মুক্তি শুরু হবে
রাজধানীতে বিভিন্ন অপরাধে ২৬ জন গ্রেফতার
টাইফয়েড টিকা পেতে এবার সর্বোচ্চ রেজিস্ট্রেশন কুমিল্লায় 
চাকসু নির্বাচন : ভোটগ্রহণ থেকে গণনা সবকিছুই দেখানো হবে এলইডি স্ক্রিনে : সিইসি অধ্যাপক ড. মনির উদ্দিন 
নাটোরে টাইফয়েড টিকা পাবে চার লাখের বেশি শিশু 
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
১০