ব্যাটলগ্রুপ দায়িত্বাধীন এলাকায় ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৪:১০

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় একদিনে ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে জানা গেছে। ব্যাটলগ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মস্কো থেকে তাস এ খবর জানায়।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ৪৩০ সেনা, একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি যানবাহন ও ছয়টি কামান ধ্বংস  করা হয়েছে, যার মধ্যে দুটি পশ্চিমা-নির্মিত। 

এ হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন। 

তার মতে, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে ও ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকার বসতি মুক্ত করে।

তিনি বলেন, ‘আমরা জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্টের দুটি যান্ত্রিক, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড, একটি মনুষ্যবিহীন সিস্টেম ব্রিগেডের জনবল ও সরঞ্জামের ক্ষতি করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে
পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান
সোমবার সকাল থেকে জিম্মি মুক্তি শুরু হবে
রাজধানীতে বিভিন্ন অপরাধে ২৬ জন গ্রেফতার
টাইফয়েড টিকা পেতে এবার সর্বোচ্চ রেজিস্ট্রেশন কুমিল্লায় 
চাকসু নির্বাচন : ভোটগ্রহণ থেকে গণনা সবকিছুই দেখানো হবে এলইডি স্ক্রিনে : সিইসি অধ্যাপক ড. মনির উদ্দিন 
নাটোরে টাইফয়েড টিকা পাবে চার লাখের বেশি শিশু 
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
১০