জলাভূমি দূষণের জন্য শেভরনকে ৭৪৫ মিলিয়ন ডলার জরিমানা মার্কিন জুরির

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৪৫

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস): একটি মার্কিন জুরি, নিউ অরলিন্সের কাছে জলাভূমি দূষণ এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনে ব্যর্থতার জন্য ওয়েল জায়ান্ট শেভরনকে ৭৪৫ মিলিয়ন ডলার জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছেন। 

নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শুক্রবার নিউ অরলিন্সের দক্ষিণ-পূর্বে অবস্থিত জলাভূমি লুইজিয়ানার প্লাকুইমাইনস প্যারিশের পয়েন্টে আ লা হাচে-এর একটি জুরি এই জরিমানা ঘোষণা করে।

রোববার এএফপি মাধ্যমে জানা যায়, শেভরনের প্রধান আইনজীবী মাইক ফিলিপস বলেন, ‘এই অন্যায্য ফলাফলের জন্য দায়ী অসংখ্য আইনি ত্রুটি মোকাবেলা করার জন্য কোম্পানি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।’

২০০১ সালে আরেকটি তেল কোম্পানি টেক্সাকো অধিগ্রহণের পর, প্লাকুমাইনস কর্তৃপক্ষ শেভরনের বিরুদ্ধে মামলা করে। তারা টেক্সাকোকে লুইসিয়ানায় ১৯৭৮ সালে গৃহীত পরিবেশ সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে।

লিখিত বক্তব্যে বলা হয়েছে যে, ‘অনুসন্ধান এবং উৎপাদন স্থানগুলোকে যথাসম্ভব পরিষ্কার,  উদ্ভিদমুক্ত, বিষমুক্ত এবং অন্যথায় যতটা সম্ভব  কার্যক্রম বন্ধ করার পর স্থানটিকে মূল অবস্থায় পুনরুদ্ধার করা হবে। 

তবে, মামলায় অভিযোগ করা হয়েছে যে শেভরন এবং টেক্সাকো তাদের বাধ্যবাধকতা পূরণ করেনি।

স্থানীয় কর্তৃপক্ষ এই দলটিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিরুদ্ধে রক্ষা করতে পারে এমন জলাভূমিগুলোকে অবনমিত করে জোয়ারের প্রভাবকে আরো খারাপ করার অভিযোগও করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সিইও’র সাক্ষাৎ 
হোদেইদায় মার্কিন হামলায় নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে
ইসলামি ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বৃহৎ ব্যাংক গঠনের পরিকল্পনা করছে সরকার: গভর্নর
ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে গণঅধিকার পরিষদ ও বিকল্পধারা বাংলাদেশ
বগুড়ায় টিএমএসএস’র দখলে থাকা করতোয়া নদীর ১০ দশমিক ৭৫ একর একর জমি উদ্ধার
নারায়ণগঞ্জের দুই পুলিশ পরিদর্শকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন খলিলুর রহমান
সিলেট মেডিকেল কলেজে গণহত্যা দিবস পালিত
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি
সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটে জড়িত আরও ৭ জন গ্রেপ্তার
১০