গাজা পরিস্থিতি আলোচনার লক্ষে ম্যাখোঁ-সিসি বৈঠক

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০৮ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩০

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ রোববার কায়রো পৌঁছানোর পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আলোচনা শুরু করেন। কায়রো থেকে এএফপি খবর জানায়।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলা পুনরায় শুরু করার প্রেক্ষিতে সোমবার, ম্যাখোঁ, সিসি ও জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ এক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এই অঞ্চলের মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরতে ফরাসি নেতা মঙ্গলবার, গাজার কাছে মিশরের এল-আরিশ বন্দরে যাবেন। 

ফরাসি প্রেসিডেন্ট ৪৮ ঘন্টার সফরে আগমণের পরপরই ম্যাখোঁ এবং সিসি কায়রোর একটি স্যুকে নৈশভোজে অংশ নেন।

ম্যাখোঁ ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাওয়া নতুন গ্র্যান্ড ইজিপশিয়ান জাদুঘর পরিদর্শন করেন। সেখানে ১ লাখ ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হবে।

সোমবার সকালে বাদশাহ আবদুল্লাহর সাথে শীর্ষ সম্মেলনের আগে দুই প্রেসিডেন্ট আরো আনুষ্ঠানিক বৈঠক করবেন।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এই বৈঠক সম্পর্কে বলেছে, মিশর ও জর্ডান যুদ্ধের অবসানের গুরুত্বের ওপর জোর দিয়ে গাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবে।

ইসরাইল ও হামাসের মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিশর কাজ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জর্ডান ও মিশরকে গাজা থেকে ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

১৮ মার্চ হামাসের সাথে অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইসরাইল গাজার ভূখণ্ড দখলের জন্য চাপ দিচ্ছে। তারা একে গাজায় আটক জিম্মিদের মুক্ত করতে জঙ্গিদের বাধ্য করার কৌশল বলে অভিহিত করেছে। একই সাথে, ইসরাইল লেবানন ও সিরিয়ার ওপর আক্রমণ বাড়িয়েছে।

গাজা উপত্যকা থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এল-আরিশ বন্দর গাজায় আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ম্যাখোঁ সেখানে মানবিক ও নিরাপত্তা কর্মীদের সাথে দেখা করবেন।

বেশিরভাগ আন্তর্জাতিক সাহায্য গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং দিয়ে যেতো কিন্তু মার্চের শুরু থেকে ইসরাইল এটি স্থগিত করে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০