জাপানে মেডিকেল হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৪৯

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের প্রাণহানি হয়েছে। সোমবার উপকূলরক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

রোববার বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকা নগরীর একটি হাসপাতালে যাওয়ার পথে মোট ছয়জন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটি ‘অত্যন্ত হৃদয়বিদারক’।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘন্টা পরে, একটি টহল জাহাজ হেলিকপ্টারসহ ছয় যাত্রীকে উদ্ধার করে।

জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ৮৬ বছর বয়সী রোগী, তার ৬৮ বছর বয়সী পরিবারের সদস্য ও ৩৪ বছর বয়সী একজন ডাক্তারকে সজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। হেলিকপ্টারে থাকা অপর তিন ব্যক্তির জ্ঞান ছিল বলেও জানানো হয়েছে।

সোমবার একজন হেলিকপ্টার অপারেটর কর্মকর্তা জানিয়েছেন, বিমানে থাকা পাইলট ও মেকানিক উভয়ই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন এবং আবহাওয়া ফ্লাইটের জন্য কোনো বিপত্তির কারণ ছিল বলে মনে হচ্ছে না। জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি বিষয়টি তদন্ত করবে।

আসাহি শিম্বুন দৈনিক জানায়, গত বছরের জুলাই মাসে একই কোম্পানির একটি হেলিকপ্টার ফুকুওকা অঞ্চলে কৃষিজমিতে বিধ্বস্ত হলে দুইজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডার সাথে কানাডা ভিত্তিক কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর
সরকারের সংস্কার কাজে সন্তুষ্ট ইসলামী আন্দোলন : ফয়জুল করিম
বাংলাদেশের লজিস্টিক খাতের সক্ষমতা বাড়াতে সিঙ্গাপুর সহযোগিতা প্রদানে আগ্রহী
ফেনীতে ট্রাক চাপায় ২ জন নিহত 
ইসরাইলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি : ঢাবি সাদা দল  
রাজধানীতে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের উদ্যোগ
অল পার্টি ইকোনমিক কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে এনসিপি
ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ ও সংহতি সমাবেশ
১০