জাপানে মেডিকেল হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৪৯

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের প্রাণহানি হয়েছে। সোমবার উপকূলরক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

রোববার বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকা নগরীর একটি হাসপাতালে যাওয়ার পথে মোট ছয়জন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটি ‘অত্যন্ত হৃদয়বিদারক’।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘন্টা পরে, একটি টহল জাহাজ হেলিকপ্টারসহ ছয় যাত্রীকে উদ্ধার করে।

জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ৮৬ বছর বয়সী রোগী, তার ৬৮ বছর বয়সী পরিবারের সদস্য ও ৩৪ বছর বয়সী একজন ডাক্তারকে সজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। হেলিকপ্টারে থাকা অপর তিন ব্যক্তির জ্ঞান ছিল বলেও জানানো হয়েছে।

সোমবার একজন হেলিকপ্টার অপারেটর কর্মকর্তা জানিয়েছেন, বিমানে থাকা পাইলট ও মেকানিক উভয়ই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন এবং আবহাওয়া ফ্লাইটের জন্য কোনো বিপত্তির কারণ ছিল বলে মনে হচ্ছে না। জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি বিষয়টি তদন্ত করবে।

আসাহি শিম্বুন দৈনিক জানায়, গত বছরের জুলাই মাসে একই কোম্পানির একটি হেলিকপ্টার ফুকুওকা অঞ্চলে কৃষিজমিতে বিধ্বস্ত হলে দুইজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
১০