রাজা তৃতীয় চার্লস চার দিনের সফরে ইতালিতে

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৯

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজা তৃতীয় চার্লস সোমবার চার দিনের সফরে ইতালিতে পৌঁেছছেন। সেখানে তিনি প্রথম ব্রিটিশ রাজা হিসেবে ইতালির যৌথ সংসদে ভাষণ দেবেন। তবে পোপের স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন না।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৭৬ বছর বয়সী চার্লসের নিজের স্বাস্থ্যগত আশঙ্কার ১০ দিন পর এই সফর শুরু করেন। ক্যান্সারের চিকিৎসার কারণে সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে রাজকীয় সূত্র জানিয়েছে, রাজা এই সফরে ‘যাওয়ার জন্য উন্মুখ’ ছিলেন। এই সময় তিনি স্ত্রী ক্যামিলার সাথে তার ২০তম বিবাহবার্ষিকীও উদযাপন করবেন। 

চার্চ অফ ইংল্যান্ডের প্রধান চার্লসের মঙ্গলবার পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা ছিল।

কিন্তু ক্যাথলিক চার্চের ৮৮ বছর বয়সী প্রধান তার ভ্যাটিকান বাড়িতে প্রাণঘাতী নিউমোনিয়া থেকে সেরে উঠছেন। 

ডাক্তাররা বলেছেন, তার আরোগ্য লাভের জন্য কমপক্ষে আরো দুই মাস সময় লাগবে। যার ফলে রাজা তার পরিকল্পনা পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছেন।

রাজ পরিবারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘তাদের ম্যাজেস্টিরা পোপকে তার আরোগ্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি সুস্থ হয়ে উঠলে হলি সি-তে তাকে দেখতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

বাকিংহাম প্যালেস অনুসারে, চার্লস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার সঙ্গেও দেখা করবেন।  

তিনি ইতালীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য প্রথম ব্রিটিশ রাজা হতে চলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০