ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাশিয়া সোমবার জানিয়েছে, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর সাথে সংযুক্ত একটি বিতর্কিত দ্বীপপুঞ্জ ফিরিয়ে দেওয়ার পক্ষে আহ্বান জানালে রুশ সরকার জাপানি সংগঠনটিকে অবৈধ ঘোষণা করেছে।
মস্কো থেকে এএফপি এ খবর জানায়।
রাশিয়ানদের কাছে ‘কুরিল দ্বীপপুঞ্জ’ ও জাপানিদের কাছে ‘নর্দার্ন টেরিটরি’ হিসেবে পরিচিত দ্বীপপুঞ্জটি জাপানের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত। যুদ্ধের শেষ দিকে সোভিয়েত সামরিক বাহিনী চারটি দ্বীপ দখল করে এবং তখন থেকেই সেগুলো মস্কোর দখলে রয়েছে। তবে টোকিও একে ‘অবৈধ দখল’ হিসেবে অভিহিত করে।
রাশিয়ান প্রসিকিউটর জেনারেলের কার্যালয় সোমবার জানিয়েছে, তারা ‘টোকিও-ভিত্তিক নর্দার্ন টেরিটোরিস ইস্যু অ্যাসোসিয়েশন’-এর বিরুদ্ধে ‘ইতিহাস পুনর্লিখন ও রাশিয়ার সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগ’ তুলে সংগঠনটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে।
২০০৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি জাপানের দ্বীপপুঞ্জ ফেরত দেওয়ার প্রধান অ্যাডভোকেসি গ্রুপ। এটি বিরোধ সম্পর্কে শিশুদের শিক্ষামূলক উপকরণ সরবরাহ করে থাকে।
‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হলে রাশিয়ায় এই সংস্থার হয়ে কাজ করা বা সহযোগিতা করা যে কেউ বিচারের মুখোমুখি হতে বাধ্য থাকবে।
রাশিয়া ইতোমধ্যে,‘দি লীগ অব রেসিডেন্স অফ চিসিমা এন্ড হাবোমাই আইসল্যান্ডস’ নামে আরেকটি দলকে নিষিদ্ধ করেছে। দলটি সাবেক বাসিন্দাদের মাধ্যমে দ্বীপপুঞ্জে বার্ষিক ভ্রমণের আয়োজন করত।
রাশিয়ায় ‘অবাঞ্ছিত’ হিসেবে চিহ্নিত অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, গ্রিনপিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি।