খনিজ চুক্তি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছে ইউক্রেনীয় দল

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২১:০৪

কিয়েভ, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : খনিজ সম্পদ উত্তোলনের চুক্তি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সোমবার ইউক্রেনের অর্থ মন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো এই তথ্য জানিয়েছেন।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উত্তোলনের বিষয়ে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। এই নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির তুমুল বাকবিতণ্ডায় সেই চুক্তি ভেস্তে যায়।

ইউলিয়া সভিরিডেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই সপ্তাহে ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠাবে ইউক্রেন, যাতে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া যায়।’

ডোনাল্ড ট্রাম্পও চুক্তিটি করতে আগ্রহী। কারণ, এই চুক্তির ফলে ইউক্রেনের সম্পদ ও বিরল খনিজ পদার্থ উত্তোলন করে যুক্তরাষ্ট্র লাভবান হবে, যা ইউক্রেনকে দেওয়া জো বাইডেনের সামরিক ও আর্থিক সহায়তার ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত হবে।

ইউক্রেন বলেছে, যেকোনো চুক্তিতে এমন শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা থাকা উচিত, যা রাশিয়ার আক্রমণের অন্তরায় হিসেবে কাজ করবে।

সভিরিডেনকো বলেছেন, নতুন আলোচনায় ‘উভয় দেশের কৌশলগত স্বার্থ’ রক্ষা এবং একটি শক্তিশালী ও স্বচ্ছ অংশীদারিত্ব গড়ে তোলার জন্যই আমাদের যৌথ প্রতিশ্রুতি বিবেচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০