খনিজ চুক্তি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছে ইউক্রেনীয় দল

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২১:০৪

কিয়েভ, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : খনিজ সম্পদ উত্তোলনের চুক্তি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সোমবার ইউক্রেনের অর্থ মন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো এই তথ্য জানিয়েছেন।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উত্তোলনের বিষয়ে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। এই নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির তুমুল বাকবিতণ্ডায় সেই চুক্তি ভেস্তে যায়।

ইউলিয়া সভিরিডেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই সপ্তাহে ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠাবে ইউক্রেন, যাতে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া যায়।’

ডোনাল্ড ট্রাম্পও চুক্তিটি করতে আগ্রহী। কারণ, এই চুক্তির ফলে ইউক্রেনের সম্পদ ও বিরল খনিজ পদার্থ উত্তোলন করে যুক্তরাষ্ট্র লাভবান হবে, যা ইউক্রেনকে দেওয়া জো বাইডেনের সামরিক ও আর্থিক সহায়তার ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত হবে।

ইউক্রেন বলেছে, যেকোনো চুক্তিতে এমন শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা থাকা উচিত, যা রাশিয়ার আক্রমণের অন্তরায় হিসেবে কাজ করবে।

সভিরিডেনকো বলেছেন, নতুন আলোচনায় ‘উভয় দেশের কৌশলগত স্বার্থ’ রক্ষা এবং একটি শক্তিশালী ও স্বচ্ছ অংশীদারিত্ব গড়ে তোলার জন্যই আমাদের যৌথ প্রতিশ্রুতি বিবেচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০