চীনের পুঁজিবাজার দৃঢ়ভাবে পরিচালনার জন্য সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক 

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৪:৩৭ আপডেট: : ০৮ এপ্রিল ২০২৫, ১৪:৪৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : চীনের কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার বলেছে, রাষ্ট্র-সমর্থিত প্রধান তহবিল সেন্ট্রাল হুইজিন ইনভেস্টমেন্টকে পুঁজিবাজার সুষ্ঠু ভাবে পরিচালনার করার জন্য সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াশিংটনের শুরু করা বাণিজ্য যুদ্ধে এশিয়ার শেয়ারবাজারগুলো যখন ধাক্কা খাচ্ছে তখন শেয়ার বাজার স্থিতিশীল করতে চীনের কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিশ্রুতির কথা জানায়।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেইজিংয়ের পিপলস ব্যাংক অফ চায়না বলেছে যে তারা ‘শেয়ার বাজার সূচক তহবিলের হোল্ডিং বৃদ্ধিতে হুইজিন ইনভেস্টমেন্টকে দৃঢ়ভাবে সমর্থন করে’।

পুঁজিবাজার সুষ্ঠু ভাবে পরিচালনা বজায় রাখা জন্য প্রয়োজনে পর্যাপ্ত পুনঃঋণ সহায়তাসহ তহবিল প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ব্যাপক শুল্ক আরোপের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছেন। শুল্ক আরোপের ফলে বিশ্ব জুড়ে মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি তার নিজের (ট্রাম্পের) রিপাবলিকান পার্টির ভেতর থেকেই সমালোচনার জন্ম দিয়েছে।

বাণিজ্য যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে, ওয়াশিংটনের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী বেইজিং বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া মার্কিন পণ্যের ওপর নিজস্ব ৩৪ শতাংশ শুল্ক ঘোষণা করেছে।

সোমবার হংকংয়ের শেয়ারের দাম ১৩ দশমিক ২ শতাংশ কমেছে, যা প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে খারাপ দিন।

বাজার যখন পতনের দিকে যাচ্ছিল, তখন সেন্ট্রাল হুইজিন ইনভেস্টমেন্ট একটি শেয়ার বাই-ব্যাক প্রোগ্রামের মাধ্যমে বাজারের ‘স্থিতিশীল কার্যক্রম’ নিশ্চিত করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এক বিবৃতিতে, সংস্থাটি বলেছে যে এটি ‘আবারও এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিলের হোল্ডিং বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতেও এর হোল্ডিং বৃদ্ধি অব্যাহত রাখবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি : জুলাই বিপ্লবে হাত হারানো মঞ্জয় মল্লিক
এখনও ছেলের ফেরার অপেক্ষায় থাকেন শহীদ জিহাদের মা
মাতৃমৃত্যুর হার কমাতে সচেতনতা প্রয়োজন
ইইউর নতুন তালিকা: বাংলাদেশসহ সাত দেশ নিরাপদ হিসেবে চিহ্নিত
মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবেনা : নাহিদ
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি’র সংস্কার কমিশন কমিটির বৈঠক বৃহস্পতিবার
অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশসহ ৭ দেশকে ‘নিরাপদ’ হিসেবে তালিকাভুক্ত ইইউ’র
মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজন গ্রেফতার
ডিএনসিসির কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা কমিটি
ঋণখেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
১০