দক্ষিণ কোরিয়ায় ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৪:৪১

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সামরিক আইন জারির এক বিপর্যয়কর ঘোষণার কারণে সিউলের সাবেক নেতা ইউন সুক ইওলকে পদ থেকে অপসারণের প্রায় চারমাস পর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মঙ্গলবার এ ঘোষণা দেন। সিউল থেকে এএফপি এ খবর জানায়।

ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়া কার্যকরভাবে নেতৃত্বহীন হয়ে পড়ে। সাবেক প্রেসিডেন্ট ইউন সামরিক শাসন জারি করে বেসামরিক শাসনকে ধ্বংস করার চেষ্টা করলে দেশটির সাংবিধানিক আদালত তাকে অভিশংসিত করে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়।

গত সপ্তাহে একটি আদালত তার অভিশংসন বহাল রেখে, তাকে শীর্ষ পদ থেকে সরিয়ে দিয়ে নতুন নির্বাচন প্রক্রিয়ার ঘোষণা দিয়েছে, যা ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে।

প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু মঙ্গলবার বলেছেন, সরকার ‘জাতীয় নির্বাচন কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে আলোচনা করেছে।’ এতে ‘নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে নিশ্চিত করার ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজনীয়তা’ বিবেচনা করা হয়েছে।

তারা ‘দক্ষিণ কোরিয়ার ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ হিসেবে ৩ জুন নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বলেন, ভোটদানের সুবিধার্থে এই দিনটিকে একটি অস্থায়ী সরকারি ছুটি হিসেবে মনোনীত করা হবে।

হ্যান মন্ত্রণালয় ও জাতীয় নির্বাচন কমিশনকে ‘এমন একটি নির্বাচন নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন যা আগের চেয়েও বেশি সুষ্ঠু, স্বচ্ছ এবং জনগণের আস্থা অর্জন করতে পারে।

দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অপসারণের পর ৩ মাসের মধ্যে নির্বাচনের আয়োজনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে ইউন বিদায় নেওয়ার পর চার মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। 

প্রধানমন্ত্রী হ্যান বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সরকার পরিচালনা করছেন। সাংবিধানিক আদালত তার অভিশংসন বাতিল করার পর সম্প্রতি তিনি পদটিতে পুনর্বহাল হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত
৪০ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের: রিপোর্ট
মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি : জুলাই বিপ্লবে হাত হারানো মঞ্জয় মল্লিক
এখনও ছেলের ফেরার অপেক্ষায় থাকেন শহীদ জিহাদের মা
মাতৃমৃত্যুর হার কমাতে সচেতনতা প্রয়োজন
ইইউর নতুন তালিকা: বাংলাদেশসহ সাত দেশ নিরাপদ হিসেবে চিহ্নিত
মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবেনা : নাহিদ
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি’র সংস্কার কমিশন কমিটির বৈঠক বৃহস্পতিবার
অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশসহ ৭ দেশকে ‘নিরাপদ’ হিসেবে তালিকাভুক্ত ইইউ’র
মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজন গ্রেফতার
১০