গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫১ আপডেট: : ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৫

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার-ভিত্তিক আল জাজিরা টিভি চ্যানেল-এর উদ্ধৃতি দিয়ে দুবাই থেকে বার্তাসংস্থা তাস এ খবর জানায়।

সম্প্রচারক সংস্থাটি জানায়, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবু শিবিরে ইসরাইলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। গাজা সিটিতে হামলায় ফিলিস্তিনি আলোকচিত্রী ফাতিমা হাসোনা ও তার পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন।

১৮ মার্চ, ইসরাইলি সেনাবাহিনী জানুয়ারিতে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে ছিটমহলে তীব্র হামলা চালায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসর্ইালি কর্তৃপক্ষ জানায়, এই অভিযানের লক্ষ্য হল গাজায় আটক সকল জিম্মির মুক্তি নিশ্চিত করা। অন্যদিকে, হামাস সামরিক তৎপরতা পুনরায় শুরু করার জন্য ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০