‘কোনো এক পর্যায়ে পুতিনের সাথে দেখা করার আশা করি’ : ডোনাল্ড ট্রাম্প

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:১২ আপডেট: : ১০ এপ্রিল ২০২৫, ১৪:২৮
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কোনো এক পর্যায়ে’ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার আশাবাদ ব্যক্ত করেছেন।

সৌদি আরবে রাশিয়ান নেতার সাথে দেখা করার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন,  ‘কোনো এক পর্যায়ে পুতিনের সাথে আমার দেখা হবে। ‘আমাদের দেখতে হবে। আমি বলতে চাইছি, আমাদের এখনই সেখানে পৌঁছাতে হবে।’

মে মাসে তার সৌদি আরব সফরের কথা রয়েছে।

এই প্রসঙ্গে তিনি ইউক্রেনের সংঘাতের বিষয়টি তুলে ধরেন। সহিংসতায় অসংখ্য প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমাদের দ্রুত সেখানে পৌঁছাতে হবে।’

তিনি আরো বলেছেন,  ‘আমি রাশিয়া এবং ইউক্রেনকে একটি চুক্তি করতে দেখতে চাই। তাদের একটি চুক্তি করতে হবে। আমি আশা করি আমরা রাশিয়া এবং ইউক্রেনের সাথে একটি চুক্তি করতে যাচ্ছি’।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির ধারণাকে সমর্থন করেন তবে কিছু উদ্বেগ রয়ে গেছে যা এখনো অমীমাংসিত, তা প্রথমে সমাধান করতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০