ইতালি সফরে মহাকবি দান্তের সমাধিতে চার্লস ও ক্যামিলা

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:০৮
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ (বাসস): ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা বৃহস্পতিবার ইতালিতে রাষ্ট্রীয় সফরের শেষ দিনে দেশটির অমর মহাকবি দান্তে আলিগিয়েরির সমাধি এবং রাভেন্নার বিশ্বখ্যাত মোজাইক পরিদর্শন করেছেন। এর একদিন আগে তারা অঘোষিতভাবে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইতালির রাভেন্না থেকে এএফপি জানায়, চার দিনের সফরের চতুর্থ দিনে রাজা ও রানির আগমনে উত্তর-পূর্বাঞ্চলীয় ঐতিহাসিক শহর রাভেন্নার কেন্দ্রস্থলে হাজারো মানুষ ব্রিটিশ পতাকা হাতে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান। এই সফরের অংশ হিসেবে ইতালির পার্লামেন্টেও ভাষণ দিয়েছেন চার্লস।

গত মাসে ক্যানসারের চিকিৎসাজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়া ৭৬ বছর বয়সী রাজাকে বেশ প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। উপস্থিত জনতার সঙ্গে করমর্দন করেন তিনি, যাদের অনেকে শ্রদ্ধাবনত হয়ে তাকে অভ্যর্থনা জানান।

বুধবার রোমে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় বিয়ের ২০ বছর পূর্তি উদ্যাপন করা রাজ দম্পতি বৃহস্পতিবার দান্তের অমর মহাকাব্য ‘দ্য ডিভাইন কমেডি’র সমাপ্তি স্তবক পাঠে অংশ নেন এবং পরে কবির সমাধি পরিদর্শন করেন।

ইতালিয়ান ভাষার ‘জনক’ হিসেবে খ্যাত দান্তে জন্ম ও শৈশব কাটিয়েছেন ফ্লোরেন্সে। তবে রাজনৈতিক মতবাদের কারণে নির্বাসিত হয়ে জীবনের শেষ সময়টি কাটিয়েছেন রাভেন্নায়, যেখানে ১৩২১ সালে তার মৃত্যু হয়।

চার্লস ইতিপূর্বে ১৮ বার ইতালি সফর করেছেন।  বুধবার ইতালির পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় তিনি দান্তের নাম উল্লেখ করেন। বক্তৃতার একাংশ তিনি ইতালীয় ভাষায় উপস্থাপন করেন।

তিনি মজা করে বলেন, ‘আশা করি আমি দান্তের ভাষাকে এতটা বিকৃত করছি না যে, আমাকে আর কখনও ইতালিতে আমন্ত্রণ জানানো হবে না!’

‘অসাধারণ উচ্ছ্বাস’

রাভেন্নার ৬৮ বছর বয়সী শিক্ষক রিতা মনারি বলেন, চার্লস ইতালীয় ভাষায় কথা বলার চেষ্টা করেছেন—এটা খুবই আনন্দের ব্যাপার। ‘কারণ যখন কেউ আপনার ভাষায় কথা বলে, তখন তার প্রতি এক ধরনের ঘনিষ্ঠতা অনুভব করেন।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের শহরের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত... শহরে দারুণ এক উচ্ছ্বাস বিরাজ করছে।’

মিলান থেকে আগত ৫০ বছর বয়সী পাওলা বোনিফাজ্জি বলেন, ‘আমি রাজপরিবারকে ভালোবাসি, বিশেষ করে রাজা চার্লসকে, তাই তাদের দেখতে এসেছি।’

বুধবার রাজদম্পতি আকস্মিকভাবে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি নিউমোনিয়াজনিত কারণে পাঁচ সপ্তাহ হাসপাতালে থাকার পর এখন সুস্থ হয়ে উঠছেন। আগে পরিকল্পনা থাকলেও পোপের অসুস্থতার কারণে আনুষ্ঠানিক ভ্যাটিকান সফর বাতিল করেছিলেন তারা। তবে শেষপর্যন্ত ৮৮ বছর বয়সী ক্যাথলিক ধর্মগুরুর সঙ্গে তারা ২০ মিনিটের একটি ব্যক্তিগত বৈঠক করতে সক্ষম হন।

বৃহস্পতিবার চার্লস রাভেন্নার পঞ্চম ও ষষ্ঠ শতকের মোজাইকরাশি পরিদর্শন করেন এবং এ প্রাচীন শিল্প সংরক্ষণে নিয়োজিত কারিগরদের সঙ্গে সাক্ষাৎ করেন। অপরদিকে রানি ক্যামিলা  বায়রন জাদুঘর পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
১০