নিউইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ নিহত ৬

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৪১

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস): নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন স্পেনের নাগরিক এবং অপরজন ছিলেন পাইলট। বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদন এই খবর জানিয়েছে। 

নিউইয়র্ক থেকে ‘সিনহুয়া’ এই খবর জানায়।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

নিউইয়র্ক পুলিশ জানায়, নিউজার্সির উপকূল ধরে যেতে জর্জ ওয়াশিংটন ব্রিজ এলাকায় বাঁক নেওয়ার পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। পরে দ্রুতই জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলেই চার জন মারা যান। বাকি দু’জন মারা যান হাসপাতালে নেওয়ার পর।

এদিকে, হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
১০