অভিবাসীর প্রত্যাবর্তন ‘সহজ’ করার নির্দেশ মার্কিন সুপ্রিম কোর্টের

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:০৭

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন সুপ্রিম কোর্ট ভুলভাবে নির্বাসিত সালভাদরান অভিবাসীর প্রত্যাবর্তন ‘সহজ’ করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের এই নির্দেশনার অভিবাসন মামলায় বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

কিলমার আব্রেগো গার্সিয়া, (২৯) পূর্বাঞ্চলীয় মেরিল্যান্ড রাজ্যে বসবাস করছিলেন। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এল সালভাদরের একটি কারাগারে পাঠানো ২শ’ জনেরও বেশি ব্যক্তির মধ্যে তিনিও ছিলেন। 

নির্বাসিতদের বেশিরভাগই ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সন্দেহভাজন সদস্য ছিলেন। যেটিকে ট্রাম্প প্রশাসন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

বিচার বিভাগের আইনজীবীরা পরে স্বীকার করেছেন, আব্রেগো গার্সিয়া এক মার্কিন নাগরিকের সাথে বিবাহিত। তাকে প্রশাসনিক ত্রুটির কারণ দেখিয়ে নির্বাসিত করা হয়েছিল। 

সুপ্রিম কোর্ট তার স্বাক্ষও বিহীন রায়ে বৃহস্পতিবার সরকারকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘আব্রেগো গার্সিয়ার এল সালভাদরের হেফাজত থেকে মুক্তি ‘সহজ’ করতে এবং তার মামলাটি যাতে ঠিকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে। যদি তাকে অন্যায়ভাবে এল সালভাদরে পাঠানো না হত তাহলে তার মামলাটি সঠিকভাবে পরিচালিত হতো বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আব্রেগো গার্সিয়া ২০১৯ সাল থেকে সুরক্ষিত আইনি মর্যাদায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। একজন বিচারক রায় দেন, তাকে নির্বাসিত করা উচিত হবে না কারণ, নিজ দেশে তার ক্ষতি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ
রুবেলের সেঞ্চুরিতে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো পারটেক্স
পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
খনিজ চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
জিম্বাবুয়ের বিপক্ষে ‘উপযুক্ত টেস্ট উইকেট’ চান সিমন্স
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক 
ইউরোপা লিগ: অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে ম্যান ইউ
কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল 
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে : আজাদ মজুমদার
কুয়াকাটায় রাখাইনদের বর্ষবরণ ‘মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব শুরু
১০