অভিবাসীর প্রত্যাবর্তন ‘সহজ’ করার নির্দেশ মার্কিন সুপ্রিম কোর্টের

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:০৭

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন সুপ্রিম কোর্ট ভুলভাবে নির্বাসিত সালভাদরান অভিবাসীর প্রত্যাবর্তন ‘সহজ’ করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের এই নির্দেশনার অভিবাসন মামলায় বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

কিলমার আব্রেগো গার্সিয়া, (২৯) পূর্বাঞ্চলীয় মেরিল্যান্ড রাজ্যে বসবাস করছিলেন। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এল সালভাদরের একটি কারাগারে পাঠানো ২শ’ জনেরও বেশি ব্যক্তির মধ্যে তিনিও ছিলেন। 

নির্বাসিতদের বেশিরভাগই ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সন্দেহভাজন সদস্য ছিলেন। যেটিকে ট্রাম্প প্রশাসন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

বিচার বিভাগের আইনজীবীরা পরে স্বীকার করেছেন, আব্রেগো গার্সিয়া এক মার্কিন নাগরিকের সাথে বিবাহিত। তাকে প্রশাসনিক ত্রুটির কারণ দেখিয়ে নির্বাসিত করা হয়েছিল। 

সুপ্রিম কোর্ট তার স্বাক্ষও বিহীন রায়ে বৃহস্পতিবার সরকারকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘আব্রেগো গার্সিয়ার এল সালভাদরের হেফাজত থেকে মুক্তি ‘সহজ’ করতে এবং তার মামলাটি যাতে ঠিকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে। যদি তাকে অন্যায়ভাবে এল সালভাদরে পাঠানো না হত তাহলে তার মামলাটি সঠিকভাবে পরিচালিত হতো বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আব্রেগো গার্সিয়া ২০১৯ সাল থেকে সুরক্ষিত আইনি মর্যাদায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। একজন বিচারক রায় দেন, তাকে নির্বাসিত করা উচিত হবে না কারণ, নিজ দেশে তার ক্ষতি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুকুন্দলালের ৪৬তম মৃতুবার্ষিকী আগামীকাল
কুমিল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভা
বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব কামাল উদ্দিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় নামিবিয়ার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
১০