ইসরাইলি হামলায় গাজায় ৭ শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:৩২

ঢাকা,  ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরবেলা ইসরাইলি বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একই পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে ৭ শিশুও রয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘খান ইউনিসের মধ্যাঞ্চলে আল-ফাররা পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলার পর ৭ শিশুসহ ১০ জনকে শহীদ হিসেবে হাসপাতালে আনা হয়েছে।’

হামলার বিষয়ে এএফপি’র সাথে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলার বিষয়টি খতিয়ে দেখছে। 

গাজা থেকে এএফপি এই খবর জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসে ইসরাইলি ট্যাংক থেকে একাধারে তীব্র গুলিবর্ষণ করা হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থাটি আরো জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ার আল-আতাত্রা এলাকায় বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে ইসরাইলি হামলায় ২জন নিহত হয়েছে।

শুক্রবার ভোরে, ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের পূর্ব দিকের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ‘জরুরি ভিত্তিতে’ সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।

সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই এক্সে-এক পোস্টে বলেছেন, ‘আইডিএফ সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য আপনার এলাকায় প্রচণ্ড শক্তি নিয়ে কাজ করছে। আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে এই এলাকাগুলো খালি করতে হবে এবং পশ্চিম গাজা শহরের পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোতে চলে যেতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
১০