২০২৩ সালের সেনা অভ্যুত্থানের পর গ্যাবনে প্রেসিডেন্ট নির্বাচনে জান্তা প্রধান জয়ের পথে

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৪১

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আজ শনিবার ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটে জান্তা প্রধান ব্রাইস অলিগুই এনগুয়েমা ২০২৩ সালের সেনা অভ্যুত্থানের পর তেল সমৃদ্ধ দেশটির প্রথম নির্বাচিত নেতা হবেন বলে ব্যাপক ভাবে আশা করা হচ্ছে।

লিব্রভিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পশ্চিম আফ্রিকার দেশটিতে ৩০ আগস্ট, ২০২৩ সালে সংঘটিত অভ্যুত্থানের নেতৃত্বদানকারী জেনারেল অলিগুই জনমত জরিপে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

তিনি ওমর বোঙ্গো ওন্ডিম্বা এবং তার পুত্র এবং উত্তরসূরী আলী বোঙ্গোর রাজবংশকে উৎখাত করেন। যাদের বিরুদ্ধে ৫৫ বছরের কঠোর শাসনামলে গ্যাবনের সম্পদ লুট করার অভিযোগ আনা হয়েছিল।

অলিগুই একটি নতুন সংবিধান প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত বেসামরিক নাগরিকদের অন্তর্ভুক্ত করে একটি সরকার গঠনে তত্ত্বাবধান করার সময় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টর ভূমিকা গ্রহণ করেছিলেন।

২৩ লাখ জনসংখ্যার এই দেশটিতে উচ্চ বেকারত্ব, নিয়মিত বিদ্যুৎ ও পানির ঘাটতি এবং প্রচুর সরকারি ঋণের বোঝা মাথায় নিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

অলিগুই তার সামরিক পোশাক ত্যাগ করে সাত বছরের জন্য সাত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রচারণা চালান। যার মধ্যে রয়েছেন আলাইন-ক্লদ বিলি বাই এনজে, যিনি অভ্যুত্থানের আগে আলী বোঙ্গোর অধীনে প্রধানমন্ত্রী ছিলেন।

স্থানীয় সময় সকাল ৭ টা থেকে প্রায় ৯ লাখ ২০ হাজার ভোটার তাদের ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। ভোটকেন্দ্রগুলো স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় বন্ধ হয়ে যাবে।

আগামী সোমবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে আশা হচ্ছে।

অলিগুই নির্বাচনে ‘ঐতিহাসিক জয়’ পাবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন।

নভেম্বরে, নতুন সংবিধানের ওপর গণভোটে ভোটারদের উপস্থিতি ছিল মাত্র ৫৪.২ শতাংশ, সরকারি পরিসংখ্যান অনুসারে। যদিও ৯১.৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দিয়ে এই পদক্ষেপটি গৃহীত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুকুন্দলালের ৪৬তম মৃতুবার্ষিকী আগামীকাল
কুমিল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভা
বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব কামাল উদ্দিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় নামিবিয়ার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
১০