হুতিদের দাবি করা ড্রোন ইসরাইলে ভূপাতিত

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:০৪ আপডেট: : ১২ এপ্রিল ২০২৫, ১৩:২১

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইসরাইলের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা আগত একটি ইউএভি ভূপাতিত করেছে। অন্যদিকে জর্ডানের একটি সামরিক সূত্র জানিয়েছে যে সেখানে আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইরান-সমর্থিত হুতিরা হামলার দাবি করেছে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে, পূর্ব দিক থেকে ইসরাইলি ভূখণ্ডে আসা একটি ইউএভি (ড্রোন) ইসরাইলি বিমান বাহিনী (আইএএফ) ভূপাতিত করেছে।’ তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

গাজায় ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা বারবার ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার অনেকগুলো ইসরাইলি আকাশসীমায় প্রবেশের আগে ভূপাতিত করা হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের দাবি করে আসছে। তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে তারা তেল আবিবের দক্ষিণে ‘অধিকৃত জাফা এলাকায় দুটি ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুতে দুটি ড্রোন উৎক্ষেপণ করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, হুথিরা ‘নির্যাতিত ফিলিস্তিনি জনগণকে আশ্বস্ত করে যে তারা তাদের সমর্থন ও সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ, পিছু হটবে না এবং থামবে না।’

ইসরাইলের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী জর্ডানের বেশ ক’টি সংবাদমাধ্যম জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী মৃত সাগরের ওপর একটি ইয়েমেনি ড্রোন আটক করেছে।

জর্ডানের একটি সামরিক সূত্র জানিয়েছে, একটি অজ্ঞাত ড্রোন দেশটির আকাশসীমা লঙ্ঘন করে রাজধানী আম্মান থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাদাবা গভর্নরেটের খনি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যেখানে এটি বিধ্বস্ত হয় সেখানে ধ্বংসাবশেষ পড়ে বনভূমিতে আগুন লেগে যায়।

জর্ডানের সামরিক কর্মী ও বেসামরিক প্রতিরক্ষা দল আগুন নিভিয়ে ফেলে।

হুতিদের পাশাপাশি, ইরানপন্থী আরেকটি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার পিছনে থাকার দাবি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০