বজ্রপাতে ভারত ও নেপালে ৬৯ জন নিহত

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৫:১৪

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য এবং পার্শ্ববর্তী নেপালে অস্বাভাবিক তীব্র বজ্রপাতের ফলে চলতি সপ্তাহে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার কর্মকর্তারা এই কথা জানিয়েছেন।

প্রতি বছর আকস্মিক বন্যা এবং বজ্রপাত হাজার হাজার মানুষের মৃত্যু ঘটালেও বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা চরম আবহাওয়ার কারণে এই ধরনের বজ্রপাত ও বজ্র বৃষ্টি হচ্ছে। 

ভারতের পাটনা থেকে এএফপি এই খবর জানায়।

বিহারের দুর্যোগ কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার তীব্র বজ্রপাত ও বজ্রপাতের ফলে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ কর্মকর্তারা এএফপি’কে জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবার বজ্রপাতে প্রতিবেশী নেপালে আরো ৮ জন নিহত হয়েছেন।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার আবারো বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বিশেষজ্ঞরা গত বছর সতর্ক করে দিয়েছিলেন, জলবায়ু পরিবর্তন ভারতে মারাত্মক বজ্রপাতের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে প্রতি বছর প্রায় ১ হাজার ৯শ’ মানুষ মারা যায়।

পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গবেষকদের একটি দল জানিয়েছে, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১০১,৩০৯ জন মারা গেছেন।

যা ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হবে দৃষ্টিনন্দন ও আইকনিক : ধর্ম উপদেষ্টা 
জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের
পটুয়াখালীতে টিকা প্রদান শুরু, পাবে ৫ লাখ শিশু-কিশোর
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে টিকা পাবে ১০ লাখ ৩৯ হাজার শিশু 
মুকুন্দলালের ৪৬তম মৃতুবার্ষিকী আগামীকাল
কুমিল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভা
বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব কামাল উদ্দিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় নামিবিয়ার
১০