গাজায় যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাসের প্রতিনিধি দল 

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২০:০৯

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস): গাজায় যুদ্ধবিরতির নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে শনিবার কায়রো যাচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতারা। 

হামাসের একজন কর্মকর্তা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি যে, এই বৈঠক যুদ্ধের অবসান, আগ্রাসন বন্ধ ও গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার একটি চুক্তিতে পৌঁছানোর দিকে প্রকৃত অগ্রগতি অর্জন করবে। 

তিনি বলেন, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া।

কর্মকর্তার মতে, হামাস এখনো যুদ্ধবিরতি নিয়ে নতুন কোনো প্রস্তাব পায়নি। যদিও ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও মিশর সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তির খসড়া নথিপত্র বিনিময় করেছে।

গাজায় ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের
পটুয়াখালীতে টিকা প্রদান শুরু, পাবে ৫ লাখ শিশু-কিশোর
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে টিকা পাবে ১০ লাখ ৩৯ হাজার শিশু 
মুকুন্দলালের ৪৬তম মৃতুবার্ষিকী আগামীকাল
কুমিল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভা
বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব কামাল উদ্দিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় নামিবিয়ার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
১০