পোপ ফ্রান্সিসের আকস্মিক উপস্থিতিতে ভ্যাটিকানে ভক্তদের উচ্ছ্বাস

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:২৬

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : নিউমোনিয়া থেকে সেরে ওঠার পর্যায়ে থাকা পোপ ফ্রান্সিস চিকিৎসকদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ উপেক্ষা করে রোববার পাম সানডেতে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হয়ে উপস্থিত ভক্তদের আনন্দ দিয়েছেন।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, ৮৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ধর্মগুরু টানা দ্বিতীয় রোববার হুইলচেয়ারে বসে শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে করমর্দন করেন।

পোপের মুখে এ সময় শ্বাস-সহায়ক নাসাল ক্যান্যুলা দেখা যায়নি, যা তার অসুস্থতার সময় ব্যবহৃত হচ্ছিল। শারীরিকভাবে বেশ সুস্থ ও প্রাণবন্ত দেখা গেছে তাকে।

হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর থেকেই চিকিৎসকদের বিশ্রামের পরামর্শ উপেক্ষা করে পোপ বেশ কয়েকবার অঘোষিতভাবে প্রকাশ্যে এসেছেন। এসবের কোনোটিই ভ্যাটিকানের আনুষ্ঠানিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল না।

গত বৃহস্পতিবার তিনি হঠাৎ সংস্কারকাজ এবং পোপ পিয়াস এক্স-এর সমাধি পরিদর্শনে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান, শনিবার প্রার্থনা করতে যান রোমে তার প্রিয় ব্যাসিলিকা সান্তা মারিয়া ম্যাজিওরে-তে।

স্বাস্থ্যজনিত কারণে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল হলেও পরে বুধবার রাজা ও রানি ক্যামিলাকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ দেন তিনি।

তবে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র সময় ‘ইস্টার’ উদযাপনে তার অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত করেনি হলি সি ভ্যাটিকান।

রোববারের অ্যাঞ্জেলাস প্রার্থনায় পোপ বিশ্বজুড়ে শান্তির আহ্বান জানান এবং তার সুস্থতার জন্য প্রার্থনারত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০