মালদ্বীপে ধূমপান বন্ধে নিষেধাজ্ঞা জারি

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:২২

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : বর্তমানে ১৯ বছরের কম বয়সীদের জন্য সিগারেট কেনা অবৈধ ঘোষণা করার মাধ্যমে দক্ষিণ এশীয় বিলাসবহুল পর্যটন দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এই বছর পর্যায়ক্রমে দেশ জুড়ে ধূমপান বন্ধ করার উদ্যোগ গ্রহণ করবে করবে। 

মালদ্বীপের মালে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

 দেশটির একটি খসড়া আইনে ২০০৭ সালের জানুয়ারি মাসের শেষ তারিখের পরে জন্মগ্রহণকারী ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। যা ভবিষ্যত প্রজন্মের জন্য পর্যায়ক্রমে ধূমপান নিষিদ্ধ করবে।

রোববার মন্ত্রিসভার বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় জানিয়েছে, ‘নতুন আইনটি ১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।

নতুন আইন লঙ্ঘনের শাস্তি তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। তবে কর্মকর্তারা বলেছেন যে তারা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনগুলোকে নতুন আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সংশোধন করার জন্য কাজ করছেন।
ব্রিটেনে প্রস্তাবিত অনুরূপ একটি আইন এখনও আইন প্রণয়ন প্রক্রিয়াধীন। অন্যদিকে নিউজিল্যান্ড ধূমপানের বিরুদ্ধে প্রজন্মান্তরে আইন প্রণয়নকারী প্রথম দেশ। এটি চালু হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে, ২০২৩ সালের নভেম্বরে এটি বাতিল করে।

মালদ্বীপ নভেম্বরে ধূমপানের জন্য আইনি বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করেছে এবং ই-সিগারেট এবং ভ্যাপিং ডিভাইস আমদানি নিষিদ্ধ করেছে। এই আইন পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০