ইরান বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:৩০ আপডেট: : ১৪ এপ্রিল ২০২৫, ১৬:২৯

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইরানের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে শনিবার ওমানের মধ্য¯’তায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার পর এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন। দ্রুত তিনি এই বিষয়ে সিদ্ধান্তের আশা করছেন।

তবে এই বিষয়ে ট্রাম্প আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

বিষয়টি সম্পর্কে অবগত দু’টি সূত্র মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরানের পরমাণু চুক্তি নিয়ে আগামী শনিবার রোমে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার ওমানের আলোচনাটি ছিল ইরান ও ট্রাম্প প্রশাসনের প্রথম বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক হয়নি।

কর্মকর্তারা জানান, ‘অনুকূল, শান্ত ও ইতিবাচক পরিবেশে’ এই বৈঠক শেষ হয়।

আলোচনা শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, প্রথম পর্বের আলোচনায় দুই পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে। আগামী ১৯ এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এছাড়া ওমানের রাজধানীতে বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সমাধানযোগ্য বিষয়গুলো অত্যন্ত জটিল হলেও এই আলোচনা পারস্পরিক সমঝোতার পথে একটি বড় পদক্ষেপ।

শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ঠিকভাবে চলছে। তিনি আরো বলেছেন,  ‘আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এই বিষয়ে আরো কথা বলতে পছন্দ করছি না। তবে সবকিছু ঠিকঠাক চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০