গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে জিম্মিদের মুক্তি দেবে হামাস

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৭:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ‘গুরুতর বন্দী বিনিময়ের’ বিনিময়ে সমস্ত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত এবং ইসরাইল গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা দিচ্ছে।

হামাস কায়রোতে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় জড়িত অবরুদ্ধ অঞ্চলে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে। 

কায়রো থেকে এএফপি আজ এই খবর জানায়।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুনু এএফপি’কে বলেছেন, ‘গুরুতর বন্দি বিনিময় চুক্তি, যুদ্ধের অবসান, গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সাহায্যের প্রবেশের বিনিময়ে আমরা সমস্ত ইসরাইলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত।’

তবে, তিনি ইসরাইলকে যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন।

নুনু বলেছেন, ‘বিষয়টি বন্দীদের সংখ্যা নয়’, ‘বরং দখলদাররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেছেন, ‘তাই হামাস দখলদার ইসরাইলকে চুক্তি বহাল রাখতে বাধ্য করার জন্য গ্যারান্টির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।’

সোমবার ইসরাইলি সংবাদ ওয়েবসাইট ‘ইয়নেট’ জানিয়েছে, হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।

চুক্তির অধীনে, ইসরাইল দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির জন্য আলোচনায় অংশ নেবে বলে মার্কিন গ্যারান্টির বিনিময়ে দলটি ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে।

যুদ্ধবিরতির প্রথম ধাপ ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এবং একাধিক জিম্মি-বন্দী বিনিময় অন্তর্ভুক্ত ছিল, দুই মাস স্থায়ী হয়েছিল এবং পরে ভেঙে পড়ে।

হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত জিম্মির সংখ্যা নিয়ে বিরোধের কারণে নতুন যুদ্ধবিরতির প্রচেষ্টা স্থগিত হয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে, নুনু বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ করবে না কারণ, যুদ্ধ শেষ করার জন্য ইসরাইল যে একটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে।

নুনু বলেছেন, ‘প্রতিরোধের অস্ত্রগুলো আলোচনার জন্য প্রস্তুত নয়।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর গাজায় যুদ্ধ শুরু হয়। ইসরাইলি সরকারী পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র এক হিসাব অনুসারে, এই হামলায় ১,২১৮ জন নিহত হয়। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে। যাদের মধ্যে ৫৮ জন এখনো গাজায় বন্দী। যার মধ্যে ৩৪ জন ইসরাইলি সেনাবাহিনীর হাতে নিহত।

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে কমপক্ষে ১,৫৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৫০,৯৪৪ জনে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু সহনশীলতাকে সরকারি নীতিমালায় সমন্বিত করার আহ্বান ইইউ’র
বিসিক আয়োজিত পাঁচ দিনব্যাপী শরৎ মেলা-২০২৫ শুরু
সীমান্ত সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত : আফগান তালেবান সরকার
যুক্তিতর্ক সম্প্রচারকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা
বাণিজ্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক
স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন উপহার দিতে চাই : সিইসি
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হবে দৃষ্টিনন্দন ও আইকনিক : ধর্ম উপদেষ্টা 
পিরোজপুর দুই জেলেকে এক মাসের কারাদণ্ড
জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের
পটুয়াখালীতে টিকা প্রদান শুরু, পাবে ৫ লাখ শিশু-কিশোর
১০