জাপানে ২০২৪ সালে রেকর্ড সংখ্যক জনসংখ্যা হ্রাস

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৭:১৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাপানের জনসংখ্যা ২০২৪ সালের অক্টোবরে ১২ কোটি ৩ লাখে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় ৮ লাখ ৯৮ হাজার জন কমেছে।

সোমবার দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

জাপানের জন্মহার বিশ্বে সর্বনিম্ন। এর ফলে দেশটিতে কর্মক্ষম জনসংখ্যা ও ভোক্তার সংখ্যা কমছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগে হিমশিম খাচ্ছে।

জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ১৯৫০ সালে দেশটির সরকার তুলনামূলক তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এবারই সবচেয়ে বেশি জনসংখ্যা হ্রাস পেয়েছে।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সন্তান ধারণ করতে চায় এমন তরুণ পরিবারগুলোকে সরকার সহায়তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অর্থনৈতিক কারণে তা করতে পারছেন না।

তিনি বলেছেন, আমরা বুঝতে পারছি, জন্মহার হ্রাস অব্যাহত রয়েছে। অনেকে সন্তান লালন-পালন করতে চান, কিন্তু তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারছেন না।

বিদেশি নাগরিকসহ জাপানের জনসংখ্যা এখন ১২ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে।

গত ১৪ বছর ধরে জাপানে জনসংখ্যা কমছে। দেশটি তার ধারাবাহিক জনসংখ্যা হ্রাস কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।

জাপানের অনেক তরুণ-তরুণী বিভিন্ন কারণে দেরিতে বিয়ে করছে এবং সন্তান নিতেও বিলম্ব করছে। এসব কারণের মধ্যে রয়েছে-চাকরির নিরাপত্তা থেকে শুরু করে পরিবর্তিত সামাজিক মূল্যবোধ, যা বিবাহের ওপর কম আগ্রহ দেখায়।

জাপান শ্রমের উৎস হিসেবে বিদেশি তরুণদের দিকে ঝুঁকেছে। কিন্তু দেশটির সরকার কঠোর অভিবাসন নীতি বজায় রেখেছে। শুধু অস্থায়ী ভিত্তিতে বিদেশি কর্মীদের প্রবেশাধিকার দিচ্ছে।

হায়াশি বলেন, সরকার তরুণদের জন্য মজুরি বাড়ানোর চেষ্টা করছে এবং শিশু লালন-পালনে সহায়তাও প্রদান করছে। আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নেব, যেখানে সন্তান ধারণে ইচ্ছুক প্রত্যেক পরিবারই যাতে তা নিতে পারে এবং মানসিক শান্তিতে তাদের লালন-পালন করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু সহনশীলতাকে সরকারি নীতিমালায় সমন্বিত করার আহ্বান ইইউ’র
বিসিক আয়োজিত পাঁচ দিনব্যাপী শরৎ মেলা-২০২৫ শুরু
সীমান্ত সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত : আফগান তালেবান সরকার
যুক্তিতর্ক সম্প্রচারকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা
বাণিজ্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক
স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন উপহার দিতে চাই : সিইসি
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হবে দৃষ্টিনন্দন ও আইকনিক : ধর্ম উপদেষ্টা 
পিরোজপুর দুই জেলেকে এক মাসের কারাদণ্ড
জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের
পটুয়াখালীতে টিকা প্রদান শুরু, পাবে ৫ লাখ শিশু-কিশোর
১০