যুক্তরাষ্ট্রে হাতবোমা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে একজন অভিযুক্ত

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৫১ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১১:৫৬

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) :  আদালতের নথিতে থেকে জানা গেছে, মার্কিন প্রসিকিউটররা সোমবার এক ব্যক্তির বিরুদ্ধে প্রভাবশালী ডেমোক্র্যাট এবং পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরোকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করেছেন। সপ্তাহান্তে জোশ শাপিরোর সরকারি বাসভবনে অগ্নিসংযোগের পর তাকে হত্যার চেষ্টা করা হয়।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৩৮ বছর বয়সী কোডি বালমার বিরুদ্ধে হত্যার চেষ্টার ফৌজদারি এবং সরকারকে প্রভাবিত করে সন্ত্রাসবাদ এবং রাতে ঘোরাফেরাসহ আরো সাতটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার জামিন নামঞ্জুর করা হয়েছে।

তিনি পুলিশকে জানিয়েছেন যে তিনি ‘শাপিরোর প্রতি ঘৃণা পোষণ করতেন’, যিনি একজন ইহুদি এবং রাতের বেলায় বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে পাসওভার ছুটির প্রথম রাত উদযাপন করেছিলেন।

পুলিশ এই হামলাকে ঘরে তৈরি হাতবোমা হামলা বলে অভিহিত করেছে। হামলার পর শাপিরো বলেন, এর পরও  তিনি তার ধর্ম পালনে ভীত নন। 

বাসভবনে শাপিরোর মুখোমুখি হলে তিনি কী করতেন জানতে চাইলে, বালমার তদন্তকারীদের বলেন, তিনি ‘তাকে হাতুড়ি পেটা করতেন।’

রোববার পেনসিলভানিয়ার রাজ্য পুলিশ জানিয়েছে, ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যাপকভাবে বিবেচিত শাপিরো হ্যারিসবার্গের জর্জিয়ান-স্টাইলের প্রাসাদের একটি ভিন্ন অংশে আগুন লাগার সময় তার পরিবারের সাথে ভেতরে ছিলেন।

রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘আগুন সফলভাবে নেভানো হলেও, এতে বাসভবনের একটি অংশের উল্লেখযোগ্য পরিমাণে ক্ষতি হয়েছে।’ কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

শাপিরো বলেন যে স্থানীয় সময় রাত ২ টার দিকে একজন পুলিশ সদস্য ‘আমাদের দরজায় ধাক্কা দিয়ে’ তাকে এবং তার ঘুমন্ত পরিবারকে জাগিয়ে তোলে এবং তাদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। 

তিনি বলেন,‘ঈশ্বরের কৃপায় কেউ হতাহত হয়নি এবং আগুন নিভে গেছে।’ 

বাসভবনের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, তার পিছনে আগুনের ক্ষয়ক্ষতি দৃশ্যমান ছিল। শাপিরো রাজনৈতিক সহিংসতা বন্ধের জন্য জোরালো আবেদন জানান।
সোমবার প্রকাশিত অভিযোগের নথিতে থেকে পুলিশ জানিয়েছে যে, বালমার নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। বালমার ঘরের একটি জানালা ভেঙে এবং পেট্রোল ভর্তি হ্যানিকেন বিয়ারের বোতল ছুঁড়ে মারছে, তারপর আরেকটি জানালা ভেঙে, বাসভবনে প্রবেশ করে এবং আগুন ধরিয়ে দেয়। এরপর সে পালিয়ে যায়।

বালমারের একজন প্রাক্তন প্রেমিক পুলিশকে ফোন করে জানান, অভিযুক্ত অগ্নিসংযোগকারী আত্মসমর্পণ করতে চায়। এরপর বালমার রাজ্য পুলিশ সদর দপ্তরে যান এবং একজন কর্মকর্তাকে বলেন, তিনিই আগুনের জন্য দায়ী। 
একজন আদালত কর্মকর্তা জানিয়েছেন, এক শুনানিতে, বালমারকে বিচারক ডেল ক্লেইনের সামনে হাজির করা হয় এবং তার জামিন খারিজ করা হয়। 

আগামী ২৩শে এপ্রিল তাকে আদালতে তোলা হবে। 

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, ‘গভর্নর শাপিরো এবং তার পরিবার নিরাপদে আছেন জেনে তিনি গভীরভাবে স্বস্তি পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
১০