সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে তুরস্কের বহুজাতিক অভিযান: আটক ২৩৪

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৫:০৯ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৭:০০

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া মঙ্গলবার এক ঘোষণায় সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তুরস্কসহ পাঁচ দেশে একযোগে একটি বহুজাতিক অভিযান চালিয়ে একটি অপরাধী চক্রের দুই শতাধিক সদসস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, আলী ইয়েরলিকায়া আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের মোট ২৩৪ জন উচ্চ পর্যায়ের দুধর্ষ সদস্যকে আটক করা হয়েছে। এদের নয়জন বিদেশে ও ২২৫ জন দেশে অবস্থান করছিল।’

তিনি বলেন, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, বেলজিয়াম ও তুরস্কে একযোগে এ অভিযান চালানো হয়। 

অভিযানের আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্রান্স ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্র বিনিময় করেন।

মন্ত্রী বলেন, এই অভিযানে প্রায় ২১.২ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটি বিশাল অপরাধচক্রের তৎপরতা মোকাবেলা করছি।’

এই চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদকপাচার থেকে শুরু করে অর্থপাচার পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০