সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে তুরস্কের বহুজাতিক অভিযান: আটক ২৩৪

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৫:০৯ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৭:০০

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া মঙ্গলবার এক ঘোষণায় সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তুরস্কসহ পাঁচ দেশে একযোগে একটি বহুজাতিক অভিযান চালিয়ে একটি অপরাধী চক্রের দুই শতাধিক সদসস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, আলী ইয়েরলিকায়া আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের মোট ২৩৪ জন উচ্চ পর্যায়ের দুধর্ষ সদস্যকে আটক করা হয়েছে। এদের নয়জন বিদেশে ও ২২৫ জন দেশে অবস্থান করছিল।’

তিনি বলেন, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, বেলজিয়াম ও তুরস্কে একযোগে এ অভিযান চালানো হয়। 

অভিযানের আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্রান্স ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্র বিনিময় করেন।

মন্ত্রী বলেন, এই অভিযানে প্রায় ২১.২ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটি বিশাল অপরাধচক্রের তৎপরতা মোকাবেলা করছি।’

এই চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদকপাচার থেকে শুরু করে অর্থপাচার পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
১০