সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে তুরস্কের বহুজাতিক অভিযান: আটক ২৩৪

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৫:০৯ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৭:০০

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া মঙ্গলবার এক ঘোষণায় সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তুরস্কসহ পাঁচ দেশে একযোগে একটি বহুজাতিক অভিযান চালিয়ে একটি অপরাধী চক্রের দুই শতাধিক সদসস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, আলী ইয়েরলিকায়া আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের মোট ২৩৪ জন উচ্চ পর্যায়ের দুধর্ষ সদস্যকে আটক করা হয়েছে। এদের নয়জন বিদেশে ও ২২৫ জন দেশে অবস্থান করছিল।’

তিনি বলেন, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, বেলজিয়াম ও তুরস্কে একযোগে এ অভিযান চালানো হয়। 

অভিযানের আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্রান্স ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্র বিনিময় করেন।

মন্ত্রী বলেন, এই অভিযানে প্রায় ২১.২ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটি বিশাল অপরাধচক্রের তৎপরতা মোকাবেলা করছি।’

এই চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদকপাচার থেকে শুরু করে অর্থপাচার পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু সহনশীলতাকে সরকারি নীতিমালায় সমন্বিত করার আহ্বান ইইউ’র
বিসিক আয়োজিত পাঁচ দিনব্যাপী শরৎ মেলা-২০২৫ শুরু
সীমান্ত সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত : আফগান তালেবান সরকার
যুক্তিতর্ক সম্প্রচারকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা
বাণিজ্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক
স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন উপহার দিতে চাই : সিইসি
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হবে দৃষ্টিনন্দন ও আইকনিক : ধর্ম উপদেষ্টা 
পিরোজপুর দুই জেলেকে এক মাসের কারাদণ্ড
জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের
পটুয়াখালীতে টিকা প্রদান শুরু, পাবে ৫ লাখ শিশু-কিশোর
১০