সিঙ্গাপুরে বহিরাগত লি’র জন্য প্রত্যাশিত ‘কঠিন’ নির্বাচন 

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:১৪

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): সিঙ্গাপুরবাসী ৩ মে একটি নির্বাচনে ভোট দিচ্ছেন যা প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর নেতৃত্বের জন্য এসিড টেস্ট হিসেবে হিসেবে গণ্য হবে। কারণ, ধনী নগর-রাজ্যটি মার্কিন শুল্কের কারণে অস্থির বৈশ্বিক অর্থনীতির মুখোমুখি।

লি পরিবারের কয়েক দশক ধরে নেতৃত্বের পর, গত বছর প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ-এর ছেলে লি সিয়েন লুং-এর স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে ওং-এর নেতৃত্বে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) জন্য এটিই হবে প্রথম নির্বাচনী লড়াই।

মঙ্গলবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়, যার ফলে ভোটের পথ পরিষ্কার হয়।

সিঙ্গাপুর দীর্ঘদিন ধরে পিএপির আধিপত্য বিস্তার করে আসছে, যারা ক্ষমতায় থাকবে বলে আশা করা হচ্ছে, তবে বিরোধীদের এই সাফল্য সরকারের জনপ্রিয়তার ওপর একটি গণভোট হিসেবে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আর আসন্ন নির্বাচনগুলো এক অনিশ্চিত সময়ে হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ক্ষুদ্র, বাণিজ্য-নির্ভর সিঙ্গাপুরের দ্রুত সমৃদ্ধির পথে অগ্রসর হওয়াকে সমর্থনকারী বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা তীব্র চাপের মধ্যে রয়েছে।

ট্রাম্প কয়েক ডজন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ব্যাহত এবং চীনের সাথে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ার পর বিশ্বের অন্যতম বৃহৎ ট্রান্সশিপমেন্ট হাব সিঙ্গাপুর নিজেকে উন্মুক্ত করে দিয়েছে।

সোমবার, সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ১-৩ শতাংশ থেকে শূন্য থেকে ২ শতাংশের মধ্যে নামিয়ে এনেছে।

গত সপ্তাহে পার্লামেন্টে এক কঠোর সতর্কবার্তায় প্রধানমন্ত্রী ওং ঘোষণা করেছেন, ‘নিয়ম-ভিত্তিক বিশ্বায়ন এবং মুক্ত বাণিজ্যের যুগ শেষ।’

তিনি বলেছেন,  ‘আমাদের চাপা দেওয়া প্রান্তিককরণ এবং পিছনে ফেলে দেওয়ার ঝুঁকি রয়েছে।’

৫২ বছর বয়সী ওং উত্তাল জলরাশির মধ্য দিয়ে দেশকে পরিচালনা করার জন্য একটি দৃঢ় ম্যান্ডেট চাইছেন।

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ইউজিন ট্যান বলেন, ‘এটি ‘অর্থনীতি রক্ষা এবং অন্যান্য দেশের সাথে আলোচনার জন্য নীতি ও ব্যবস্থা গ্রহণে তার এবং সরকারের হাতকে শক্তিশালী করবে।’

পিএপি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি, যারা ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে।

কিন্তু দলের আধিপত্য ক্রমশ আরো সোচ্চার ভোটারদের দ্বারা চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে যারা বিকল্প রাজনৈতিক কণ্ঠস্বরের প্রতি ঝুঁকে পড়েছে।

সোলারিস স্ট্র্যাটেজিজ সিঙ্গাপুরের রাজনৈতিক বিশ্লেষক মুস্তাফা ইজ্জউদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচন ‘ক্ষমতাসীন দলের জন্য সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই হতে পারে’। 

২০২০ সালে বিরোধী ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপি) ঐতিহাসিক সাফল্য অর্জন করে। ঝুঁকিপূর্ণ ৯৩টি আসনের মধ্যে ১০টি জিতে নেয়, যা পূর্বে তাদের দখলে থাকা চারটি আসনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

এটি সেই গতিকে আরো এগিয়ে নেওয়ার আশা করছে এবং হার্ভার্ড-প্রশিক্ষিত সিনিয়র কাউন্সেল হরপ্রীত সিং, ৫৯-এর মতো প্রার্থীদের মনোনয়ন দেবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় পডকাস্ট ‘ইয়াহ লাহ বাট’-এ এক সাক্ষাৎকারে সিং বলেছেন, সিঙ্গাপুর ‘আরো ভারসাম্যপূর্ণ রাজনীতির সাথে অনেক ভালো এবং শক্তিশালী দেশ’ হতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০