মালদ্বীপে ইসরাইলি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২৩:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনিদের সঙ্গে ‘অটল সংহতি’ প্রকাশ করে মালদ্বীপ মঙ্গলবার ইসরাইলি নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

মালে থেকে এএফপি জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পার্লামেন্টে আইনটি পাস হওয়ার পর তাৎক্ষণিকভাবে অনুমোদন করেন।

প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘এই অনুমোদনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত নৃশংসতা ও গণহত্যার জবাবে সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিলিস্তিনিদের ন্যায়্য অধিকারের প্রতি মালদ্বীপ তার অটল সংহতি পুনর্ব্যক্ত করছে।’

মুইজ্জুর কার্যালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানান, নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

১,১৯২টি প্রবালদ্বীপ নিয়ে গঠিত ছোট এই মুসলিম দেশটি বিশ্বের বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। এখানকার সাদা বালির নির্জন সৈকত, নীল সবুজ জলরাশি ও ‘রবিনসন ক্রুসো’ ধাঁচের বিচ্ছিন্ন দ্বীপ-বাস অভিজ্ঞতার জন্য বিখ্যাত।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটকের মধ্যে মাত্র ৫৯ জন ছিলেন ইসরাইলি।

১৯৯০-এর দশকের শুরুর দিকে মালদ্বীপ ইসরাইলি পর্যটকদের ওপর আগের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ২০১০ সালে কিছু সময়ের জন্য দু’দেশের সম্পর্ক পুনঃস্থাপনের পদক্ষেপ নেয়।

তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মালদ্বীপের বিরোধী দলগুলো ও সরকারের শরিকরা ইসরাইলি পর্যটকদের নিষিদ্ধ করার দাবিতে চাপ দিয়ে আসছিল।

তবে এর আগেই ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার মাধ্যমে গাজা যুদ্ধ শুরু হয়, যাতে ইসরাইলের মতে ১,২১৮ জন মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১,৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০,৯৮৩ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০