দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্টের দপ্তর ও নিরাপত্তা কমপাউন্ডে পুলিশের অভিযান

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩০

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার পুলিশ বুধবার সাবেক প্রেসিডেন্ট ইউন সক ইওলের দপ্তর ও তাঁর নিরাপত্তা কমপাউন্ডে অভিযান চালিয়েছে। অভিশংসিত এই নেতার বিরুদ্ধে চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

সিউল থেকে এএফপি জানায়, গত ডিসেম্বর মাসে ইউন সামরিক আইন জারি করে সশস্ত্র সেনাদের পার্লামেন্টে প্রেরণ করেছিলেন, তবে পরে সেই সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করেন। এরপরই সংসদ সদস্যরা দ্রুত তাঁকে অভিশংসিত করেন। তবে ফৌজদারি তদন্তে গ্রেফতারের বিরুদ্ধে তিনি কয়েক সপ্তাহ ধরে প্রতিরোধ গড়ে তোলেন।

এক দীর্ঘ অচলাবস্থার পর, যেখানে তাঁর নিরাপত্তা বাহিনী মুখ্য ভূমিকা রাখে, ইউন চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রেফতার হন। তবে পরে তাঁকে প্রক্রিয়াগত কারণে মুক্তি দেওয়া হয়।

পুলিশ জানায়, বুধবার তারা "প্রেসিডেন্সিয়াল অফিস এবং প্রেসিডেন্সিয়াল রেসিডেন্স কমপাউন্ডে তল্লাশি ও জব্দ পরোয়ানা কার্যকর করা শুরু করেছে।"

তদন্ত কর্মকর্তারা ইউনের দপ্তর এবং তাঁর প্রধান নিরাপত্তা কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে এনক্রিপ্টেড ফোন সার্ভার জব্দ করে। পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানা কার্যকরে বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে এ তল্লাশি চালানো হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে ইউন প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিসের অনুগত সদস্যদের দ্বারা সুরক্ষিত অবস্থায় তাঁর কমপাউন্ডে আশ্রয় নেন। তাঁর নিরাপত্তারক্ষীরা বাসভবনের চারপাশে কাঁটাতারের বেড়া ও ব্যারিকেড স্থাপন করায় শত শত পুলিশ ও তদন্তকারীকে মই ব্যবহার করে প্রধান ভবনে প্রবেশ করতে হয়।

তখন ইউনের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ আনা হয়, এবং পুলিশ এ সপ্তাহে জানায় যে 'নীতিগতভাবে' একটি পূর্ণ তদন্ত অপরিহার্য।

পুলিশ আরও জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনের বিরুদ্ধে আলাদা একটি তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট কার্যালয়ের সিসিটিভি ফুটেজও জব্দ করা হয়েছে।

ইউন সোমবার তার বিদ্রোহ মামলার প্রথম আনুষ্ঠানিক শুনানিতে আদালতে হাজির হন। তিনি বিদ্রোহ সংঘটনের অভিযোগ অস্বীকার করেন।

পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে ২১ এপ্রিল। বিশেষজ্ঞরা বলছেন, এই বিচারপ্রক্রিয়া কয়েক মাস ধরে চলতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০