শুল্ক নিয়ে আলোচনা করতে মার্কিন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন দ. কোরিয়ীয় অর্থমন্ত্রী

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০০

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই স্যাং-মক। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিউল।

সিউল থেকে এএফপি জানায়, মার্কিন বাজারে সেমিকন্ডাক্টর ও গাড়ি রপ্তানিতে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়া চায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২৫ শতাংশ শুল্ক এড়াতে বা তা পেছাতে। কারণ, এই শুল্ক কার্যকর হলে স্যামসাং ইলেকট্রনিকস ও হুন্ডাই কিয়াসহ দেশটির বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে।

বিশেষ করে চিপসেট খাত নিয়ে আশঙ্কার কারণে বড় ধরনের পতন ঘটেছে সিউল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্যামসাং ও এসকে হাইনিক্সের শেয়ারে। স্যামসাং বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ উৎপাদক ও এসকে হাইনিক্স দ্বিতীয় বৃহত্তম।

দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, 'পরবর্তী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় উপপ্রধানমন্ত্রী চোই ও ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করতে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।'

তিনি আরও জানান, 'এ বৈঠকে কারা অংশ নেবেন এবং কখন হবে, তা নির্ধারণের কাজ চলছে।'

মঙ্গলবার জাতীয় সংসদের এক অধিবেশনে চোই বলেন, শুল্ক কার্যকর হওয়ার আগে তা যতটা সম্ভব বিলম্বিত করাই এখন তাঁর অগ্রাধিকার।

তিনি বলেন, 'আমাদের বর্তমান অগ্রাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে পারস্পরিক শুল্ক আরোপের বিষয়টি যতটা সম্ভব বিলম্বিত করা এবং কোরীয় কোম্পানিগুলোর—যেগুলো শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ববাজারেও কাজ করছে—তাদের জন্য অনিশ্চয়তা কমানো।'

চোই আরও বলেন, পরবর্তী সরকারের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে এখনই 'মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনই' প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত।

উল্লেখ্য, গত ডিসেম্বরে পার্লামেন্টে অভিশংসিত হওয়ার পর এ মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট ইউন সক ইওলকে অফিস থেকে সরিয়ে দেওয়া হয়। এর ফলে দক্ষিণ কোরিয়া কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ফোন করেন। ইউনের বরখাস্তের পর থেকে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
১০