দক্ষিণ আফ্রিকায় অপহৃত মার্কিন যাজক মুক্তি পেয়েছেন, ৩ সন্দেহভাজন নিহত: পুলিশ

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৪:২২

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): দক্ষিণ আফ্রিকার পুলিশ বুধবার জানিয়েছে, গত সপ্তাহে গির্জা থেকে অপহৃত এক মার্কিন ধর্মপ্রচারককে পুলিশ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান পরিচালনার সময় পুলিশ এবং অপহরণকারীদের মধ্যে গুলি বিনিময়ের সময় তিন সন্দেহভাজন নিহত হয়েছেন বলে পুলিশ জানায়।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত বৃহস্পতিবার উপকূলীয় শহর গেকেবারহার বাইরে মাদারওয়েলের ফেলোশিপ ব্যাপটিস্ট চার্চে ধর্মোপদেশ দেওয়ার সময় ৪৫ বছর বয়সী জোশ সুলিভানকে বন্দুকের মুখে অপহরণ করা হয়।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বুধবার জানিয়েছে যে, আগের দিন, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা গেকেবারহার কোয়ামাগজাকি জেলার একটি বাড়ির কাছে গিয়েছিলেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজনরা গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় এবং অফিসারদের ওপর গুলি চালায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গুলিবিনিময়ের এক পর্যায় তিন সন্দেহভাজন মারাত্মকভাবে আহত হয় এবং সুলিভানকে ওই গাড়ি থেকে ‘অলৌকিকভাবে অক্ষত’ অবস্থায় উদ্ধার করা হয়।

সুলিভানের ব্যক্তিগত ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১৮ সালের নভেম্বরে টেনেসি থেকে তার পরিবারের সাথে দক্ষিণ আফ্রিকায় আসেন তিনি।

পুলিশের পরিসংখ্যান অনুসারে, ২০২৩-২০২৪ অর্থবছরে দক্ষিণ আফ্রিকায় ১৭ হাজারেরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলা অনুষ্ঠিত
পলিথিন, ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান
নির্বাচনকালীন সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে : জনপ্রশাসন সচিব
তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
১০