মস্কোতে পুতিনের সঙ্গে কাতারের আমিরের বৈঠক আজ

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৪:২০

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাশিয়ার  প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির বৈঠক অনুষ্ঠিত  হবে।

ক্রেমলিনের এক বিবৃতি উদ্ধৃত করে মস্কো থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

ক্রেমলিন প্রেস সার্ভিস জানায়, উভয় নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।  বাণিজ্য, অর্থনৈতিক ও মানবিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক এজেন্ডার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকের আলোচ্যসূচিতে ইউক্রেন সংকট এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ আল-খুলাইফি এক সাক্ষাৎকারে তাসকে বলেন, শেখ তামিম বিন হামাদ আল সানি সিরিয়া, গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ও কাতারের আমির শেষ বার ২০২৪ সালের জুলাই মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর বৈঠকের  সাইডলাইনে সাক্ষাৎ করেছিলেন। ওই বৈঠকে, রাশিয়ান নেতা মস্কো ও দোহার মধ্যে সম্পর্কের বন্ধুত্বপূর্ণ ভিত্তি, বিনিয়োগ সহযোগিতার অগ্রগতি ও ক্রমবর্ধমান বাণিজ্যের দিকে ইঙ্গিত করেন।

দুই দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ভিত্তিক উল্লেখ করে কাতারের আমির, জোর দিয়ে বলেন, তার দেশ রাশিয়ার সহযোগিতার প্রশংসা করে।

এছাড়াও, উভয় রাষ্ট্রপ্রধান ফোনে যোগাযোগ করেছেন। ২১ মার্চ টেলিফোনে এক কথোপকথনে তারা দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, বিনিয়োগ সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন এবং গাজা ও সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০