মস্কোতে পুতিনের সঙ্গে কাতারের আমিরের বৈঠক আজ

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৪:২০

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাশিয়ার  প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির বৈঠক অনুষ্ঠিত  হবে।

ক্রেমলিনের এক বিবৃতি উদ্ধৃত করে মস্কো থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

ক্রেমলিন প্রেস সার্ভিস জানায়, উভয় নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।  বাণিজ্য, অর্থনৈতিক ও মানবিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক এজেন্ডার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকের আলোচ্যসূচিতে ইউক্রেন সংকট এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ আল-খুলাইফি এক সাক্ষাৎকারে তাসকে বলেন, শেখ তামিম বিন হামাদ আল সানি সিরিয়া, গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ও কাতারের আমির শেষ বার ২০২৪ সালের জুলাই মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর বৈঠকের  সাইডলাইনে সাক্ষাৎ করেছিলেন। ওই বৈঠকে, রাশিয়ান নেতা মস্কো ও দোহার মধ্যে সম্পর্কের বন্ধুত্বপূর্ণ ভিত্তি, বিনিয়োগ সহযোগিতার অগ্রগতি ও ক্রমবর্ধমান বাণিজ্যের দিকে ইঙ্গিত করেন।

দুই দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ভিত্তিক উল্লেখ করে কাতারের আমির, জোর দিয়ে বলেন, তার দেশ রাশিয়ার সহযোগিতার প্রশংসা করে।

এছাড়াও, উভয় রাষ্ট্রপ্রধান ফোনে যোগাযোগ করেছেন। ২১ মার্চ টেলিফোনে এক কথোপকথনে তারা দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, বিনিয়োগ সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন এবং গাজা ও সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলা অনুষ্ঠিত
পলিথিন, ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান
নির্বাচনকালীন সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে : জনপ্রশাসন সচিব
তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
১০