ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শুক্রবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নগরী খান ইউনিসের কাছে রাতের বেলায় ইসরাইলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।
মুখপাত্র মাহমুদ বাসাল টেলিগ্রামে বলেছেন, ‘আমাদের কর্মীরা খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা এলাকায় ইসরাইলি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে থাকা বারাকা পরিবারের বাড়ি ও পার্শ্ববর্তী বাড়িগুলো থেকে ১০ জন শহীদের মৃতদেহ এবং বিপুল সংখ্যক আহতকে উদ্ধার করেছে।’