যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩৮

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৫

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবারের এই হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

হুতি সমর্থিত ‘আল মাসিরাহ’ টিভির উদ্ধৃতি দিয়ে এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর ট্রাম্প প্রশাসন হামলা শুরু করে। গত একমাসের মধ্যে গতকালের হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক।

ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য দফতরের উদ্ধৃতি দিয়ে ‘আল মাসিরাহ’ টিভি জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় ৩৮ জন নিহত ও ১০২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী হুতি গোষ্ঠীর জ্বালানির উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

হুতিদের দেওয়া হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হামলার বিষয়টি জানিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, বন্দরটি ধ্বংস হয়েছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তথ্যানুযায়ী, রাস ইসা ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর। দেশটির আমদানির প্রায় ৭০ শতাংশ এবং মানবিক সহায়তার ৮০ শতাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয়।

হুতিদের সতর্ক করে ওয়াশিংটন জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর সশস্ত্র হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ১শ’টিরও বেশি হামলা চালিয়েছে।

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালানো হচ্ছে। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলা অনুষ্ঠিত
পলিথিন, ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান
নির্বাচনকালীন সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে : জনপ্রশাসন সচিব
তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
১০