আইভরি কোস্টের নির্বাচনে বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী টিডজেন থিয়াম 

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪২

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : আইভরি কোস্টে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধী দল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে টিডজেন থিয়ামকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

আবিদজান থেকে এএফপি এ খবর জানায়।

৬২ বছর বয়সী থিয়াম সাবেক ক্রেডিট সুইস ব্যাংকের প্রধান নির্বাহী মধ্য-ডানপন্থি আইভরি কোস্ট ডেমোক্র্যাটিক পার্টির (পিডিসিআই) একমাত্র প্রতিদ্বন্দ্বী।  

ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রী থিয়াম বর্তমানে আইভরি কোস্টের বাইরে রয়েছেন। তার জাতীয়তা নিয়ে বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল। বিরোধীরা বলেছিলেন, তার ফরাসি নাগরিকত্বের জন্য তাকে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করেছে।

সাবেক প্রেসিডেন্ট লরেন্ট বাগবোসহ আরো তিনজন বিশিষ্ট ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বুধবার দলীয় সম্মেলনে থিয়াম ৯৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। অস্থায়ী ফলাফল অনুসারে ভোটদানের হার ৯৩ শতাংশ।

সারা দেশে ৫ হাজারেরও বেশি পিডিসিআই সদস্য ভোট দিয়েছেন।

থিয়াম তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন যারা তার জাতীয়তা এবং তার চরিত্র সম্পর্কে ‘যত অপবাদ ছড়ানো হয়েছিল’ তা সত্ত্বেও তাকে ‘সম্মান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলা অনুষ্ঠিত
পলিথিন, ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান
নির্বাচনকালীন সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে : জনপ্রশাসন সচিব
তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
১০