নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ : পুলিশ 

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৭

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেনুয়েতে আবারও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন মিলিশিয়া বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ হামলা এটি। পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। 

নাইজেরিয়ার লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশের মুখপাত্র অ্যানে সেউয়েস ক্যাথেরিন এক বিবৃতিতে বলেছেন, তারা রাতে একটি প্রতিবেদন পেয়েছেন বেনু রাজ্যের একটি অঞ্চলে ‘বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া আক্রমণ করেছে’।

তিনি বলেন, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোরে আক্রমণকারীদের প্রতিহত করার সময় তারা নিরপরাধ কৃষকদের ওপর বিক্ষিপ্তভাবে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে।

দুর্ভাগ্যবশত পার্শ্ববর্তী স্থানীয় সরকার এলাকায় আরেকটি একযোগে আক্রমণে পুলিশ পৌঁছানোর আগেই ১২ জন নিরীহ মানুষ নিহত হয়।
মধ্য নাইজেরিয়ায় জমির ব্যবহার নিয়ে গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা। 

দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুটি হামলায় নিকটবর্তী উত্তর-মধ্য মালভূমি রাজ্যে ১শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে কিছু জায়গায় আক্রমণগুলো জাতিগত এবং ধর্মীয় মাত্রা গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০