নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ : পুলিশ 

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৭

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেনুয়েতে আবারও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন মিলিশিয়া বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ হামলা এটি। পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। 

নাইজেরিয়ার লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশের মুখপাত্র অ্যানে সেউয়েস ক্যাথেরিন এক বিবৃতিতে বলেছেন, তারা রাতে একটি প্রতিবেদন পেয়েছেন বেনু রাজ্যের একটি অঞ্চলে ‘বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া আক্রমণ করেছে’।

তিনি বলেন, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোরে আক্রমণকারীদের প্রতিহত করার সময় তারা নিরপরাধ কৃষকদের ওপর বিক্ষিপ্তভাবে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে।

দুর্ভাগ্যবশত পার্শ্ববর্তী স্থানীয় সরকার এলাকায় আরেকটি একযোগে আক্রমণে পুলিশ পৌঁছানোর আগেই ১২ জন নিরীহ মানুষ নিহত হয়।
মধ্য নাইজেরিয়ায় জমির ব্যবহার নিয়ে গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা। 

দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুটি হামলায় নিকটবর্তী উত্তর-মধ্য মালভূমি রাজ্যে ১শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে কিছু জায়গায় আক্রমণগুলো জাতিগত এবং ধর্মীয় মাত্রা গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০