সিরিয়া থেকে প্রায় ১,০০০ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫১

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : শুক্রবার পেন্টাগন জানিয়েছে, আগামী মাসগুলোতে সিরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে ১ হাজারেরও নিচে নামিয়ে আনবে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন বছরের পর বছর ধরে সিরিয়ায় সেনা মোতায়েন করে আসছে। যারা এক দশকেরও বেশি সময় আগে দেশটির গৃহযুদ্ধের বিশৃঙ্খলা থেকে উদ্ভূত পরিস্থিতিতে সেখানে এবং প্রতিবেশী ইরাকের একাংশ দখল করে নেয়।

এরপর থেকে নৃশংস জিহাদিরা উভয় দেশেই বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে, কিন্তু এখনও হুমকি হিসেবে রয়ে গেছে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ায় মার্কিন বাহিনীকে একত্রীকরণের নির্দেশ দিয়েছেন। 

তিনি বলেন, ‘এই সুপরিকল্পিত এবং শর্ত-ভিত্তিক প্রক্রিয়ার ফলে আগামী মাসগুলোতে সিরিয়ায় মার্কিন বাহিনীর সংখ্যা ১ হাজারেরও কম হবে’।

পার্নেল এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সামরিক কমান্ডের কথা উল্লেখ করে আরো বলেন, ‘এই একত্রীকরণের সময় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সিরিয়ায় (আইএস) অবশিষ্টাংশের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে সিরিয়ায় ওয়াশিংটনের সামরিক উপস্থিতি নিয়ে সন্দিহান ছিলেন। তার প্রথম মেয়াদে তিনি সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সিরিয়ায় আমেরিকার সেনাবাহিনী রেখে গেছেন।

গত ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা যখন তীব্র আক্রমণ চালিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে, তখন ট্রাম্প বলেছিলেন, এতে ওয়াশিংটনের ‘জড়িত হওয়া উচিত নয়।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন, ‘সিরিয়ায় ব্যাপক গোলমাল চলছে; কিন্তু তারা আমাদের বন্ধু নয়। ‘সেখানে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়।’ তিনি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট।

আসাদের উৎখাতের পর ওয়াশিংটন সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করেছে। যদিও সম্প্রতি তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলার দিকে মনোনিবেশ করেছে। হুতি ২০২৩ সালের শেষের দিক থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচলে আক্রমণ করে আসছে। 

ওয়াশিংটন বছরের পর বছর ধরে বলে আসছে, আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে সিরিয়ায় তাদের প্রায় ৯শ’ সামরিক সেনা রয়েছে। তবে পেন্টাগন ২০২৪ সালের ডিসেম্বরে ঘোষণা করে যে বছরের শুরুতে দেশে মার্কিন সেনার সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে প্রায় ২ হাজার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র যখন সিরিয়ায় তার সেনা কমাচ্ছে, তখন ইরাকও সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের উপস্থিতির অবসান চেয়েছে, ওয়াশিংটন জানিয়েছে, সেখানে তাদের প্রায় ২ হাজার ৫শ’ সেনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০