সুদানের শিবিরে হামলার শিকার ব্যক্তিরা 'বিপর্যয়কর পরিস্থিতিতে': এমএসএফ

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:৪৩

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) শুক্রবার জানিয়েছে, দারফুরে আধাসামরিক বাহিনী কর্তৃক শিবির দখল এবং হামলা চালানোর পর সুদানের ইতোমধ্যেই কয়েক মাস ধরে দুর্ভিক্ষের কবলে পড়া লাখ লাখ বেসামরিক নাগরিক ‘বিপর্যয়কর পরিস্থিতিতে’ পালিয়ে গেছে। 

তাউইলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এল-ফাশারের বাইরে জমজম শিবির থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট শহর তাওইলা থেকে এমএসএফের প্রকল্প সমন্বয়কারী মেরিয়ন রামস্টেইন বলেন, ‘আমরা এমন শিশুদের চিকিৎসা দিচ্ছি যারা আক্ষরিক অর্থেই তৃষ্ণায় তাদের যাত্রাপথে মারা যাচ্ছিল’। 

তিনি আরো বলেন, ‘আমরা এখন পর্যন্ত গুলিবিদ্ধ ও বিস্ফোরণে আহত ১৭০ জনেরও বেশি মানুষকে পেয়েছি এবং তাদের মধ্যে ৪০ শতাংশই মহিলা ও মেয়ে।

 দাতা সংস্থাগুলো বলেছে, গত সপ্তাহে যখন আধাসামরিক বাহিনী তাদের রক্তক্ষয়ী আক্রমণ শুরু করে তখন বিস্তীর্ণ জমজম শিবিরে প্রায় ১০ লাখ মানুষ আশ্রয় নিয়েছিল।

জাতিসংঘ বলেছে, ৪ লাখের মতো বাসিন্দা শিবির থেকে পালিয়ে গেছে। রোববার আধাসামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা এই শিবির দখল করেছে।

এমএসএফের থিবল্ট হেন্ডলার বলেছেন, এদের মধ্যে প্রায় অর্ধেকই তাওয়িলায় আশ্রয় নিয়েছেন। তারা ‘একটি সম্পূর্ণ বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি’ হয়েছেন।

হেন্ডলার এএফপিকে শহরের একটি এলাকা থেকে বলেন, এখানে কোনও পানির উৎস নেই। কোনও স্যানিটেশন সুবিধা নেই এবং খাবারও নেই। মাত্র এক সপ্তাহ আগেও এটি সম্পূর্ণ খালি জায়গা ছিল। কিন্তু এখন সেখানে পালিয়ে আসা পরিবারগুলো ভিড় করছে।

তিনি বলেন, গত সপ্তাহ থেকে আমরা দেখেছি মানুষ ট্রাকে করে এমন একটি এলাকায় আসছে যেখানে এত লোক থাকার ব্যবস্থা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০