ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : জনপ্রিয় আত্মজৈবনিক গ্রন্থ 'আন্ডার দ্য টাসকান সান’ এর লেখক মার্কিন সাহিত্যিক ফ্রান্সেস মায়েসকে ‘বিশেষ অবদানের স্বীকৃতি’ হিসেবে নাগরিকত্ব দেবে ইতালি। শুক্রবার এক ঘোষণায় একথা জানিয়েছে দেশটির সরকার।
রোম থেকে এএফপি জানায়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির উদ্যোগে প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। সরকারি বিবৃতিতে জানানো হয়, ‘বিশেষ অবদানের ভিত্তিতে' এই নাগরিকত্ব প্রদান করা হচ্ছে।
৮৫ বছর বয়সী মায়েস যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি তার স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা এবং ইতালির তুসকানির কোর্তোনা শহরে ভাগ করে সময় কাটান।
১৯৯৬ সালে প্রকাশিত মায়েসের আত্মজৈবনিক গ্রন্থটি একটি পুরোনো, জরাজীর্ণ ও পরিত্যক্ত ভিলা কিনে তা সংস্কারের অভিজ্ঞতা নিয়ে লেখা। বইটির ভিত্তিতে পরবর্তীতে নির্মিত একই নামের চলচ্চিত্রে অভিনয় করেন ডায়ান লেন।
বইটি দুই বছরের বেশি সময় ধরে দ্য নিউইয়র্ক টাইমস-এর বেস্টসেলার তালিকায় তালিকায় ছিল।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইতালি সরকার সম্প্রতি নাগরিকত্ব আইনে পরিবর্তন এনে রক্তসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করেছে।
নতুন বিধান অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র যাদের পিতা বা পিতামহ ইতালিয়ান ছিলেন, তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে চার প্রজন্ম পর্যন্ত রক্তসূত্র বিবেচনায় আনা হতো।