মিয়ানমার থেকে প্রায় ২শ’ লোক থাইল্যান্ডে পালিয়ে গেছে 

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২১:৩৪
প্রতীকী ছবি

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : থাই সীমান্ত কর্মকর্তারা শনিবার জানিয়েছে, মিয়ানমারে যুদ্ধ করে জাতিগত কারেন সম্প্রদায়ের প্রায় ২শ’ লোক পালিয়ে থাইল্যান্ডের সীমান্ত অতিক্রম করেছে। 

ব্যাংকক থেকে এএফপি এই তথ্য জানায়।

স্থানীয় জাতিগত মিলিশিয়ারা ২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে। থাইল্যান্ডের সীমান্তবর্তী মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে এ লড়াই চলছে।

মিয়ানমারজুড়ে চার বছরের সংঘাতে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। যার ফলে কয়েক হাজার মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে।

থাই সেনাবাহিনীর নারেসুয়ান ফোর্স সীমান্ত ইউনিটের কমান্ডার মেজর জেনারেল মৈত্রি চুপ্রিচা এএফপি’কে জানিয়েছেন, মিয়ানমারের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে বোমা হামলা এবং নাগরিক অস্থিরতার কারণে শুক্র ও শনিবার জাতিগত কারেন সম্প্রদায়ের প্রায় ২শ’ জন থাইল্যান্ডে পালিয়ে গেছে।

তিনি বলেন, সামরিক বাহিনীকে লক্ষ্য করে ড্রোন বোমা হামলার ঘটনায় সেখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। যার ফলে কিছু লোক মোই সীমান্ত নদী পার হয়ে তাক প্রদেশে চলে যায়।

তিনি বলেন, গতকাল বিকেলে প্রায় ২শ’ জন আসতে শুরু করে। তারা জাতিগত কারেন সম্প্রদায়ের মানুষ।

‘যারা সীমান্ত অতিক্রম করেছে তাদের রচামানু টাস্ক ফোর্স একটি অস্থায়ী আশ্রয়ে রেখেছে।’ তিনি বলেন, যা থাই সেনাবাহিনীর ইউনিটের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট নিশ্চিত করা হয়েছে।

মৈত্রি সতর্ক করে দিয়েছিলেন, আরও লোক থাইল্যান্ডে প্রবেশ করতে পারে এবং নিরাপত্তার উন্নতি হলে তাদের প্রত্যাবাসন করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

২৮ মার্চ মধ্য মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩ হাজার ৭শ’ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর জান্তা এবং বিরোধী দল ত্রাণ প্রচেষ্টা সহজ করার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে। 

তবে, মিয়ানমারের বাসিন্দারা এই সপ্তাহে এএফপি’কে জানিয়েছেন, পশ্চিম থাইল্যান্ড সীমান্তবর্তী শহর মায়ে সোটের দিকে যাওয়ার একটি প্রধান মহাসড়কের কারেন শহরে লড়াই চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ জব্দ 
বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন
নেত্রকোণায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত
রাজধানীতে অবৈধ শিশা বারে অভিযান, মাদকসহ গ্রেফতার ৬
নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন
চার হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন পাকিস্তানের
হবিগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলা অনুষ্ঠিত
শিক্ষাবিদ ড. কাজি গোলাম মহিউদ্দিনের জানাজা বুধবার
পলিথিন, ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান
১০