পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২১:৩৭
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ওমানের সুলতান হাইসাম বিন তারিক। কোলাজ : বাসস

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার মস্কো সফরে যাবেন ওমানের সুলতান হাইসাম বিন তারিক। ক্রেমলিন ও মাসকট সূত্রে  শনিবার এ তথ্য জানা গেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ক্রেমলিন জানিয়েছে, ওমানের সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে আলোচনায় ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক এজেন্ডা নিয়ে বিদ্যমান প্রশ্নগুলো’র পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক এবং অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

ওমানের সুলতানের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সুলতান মস্কো যাচ্ছেন। এই সফরটি ওমান সালতানাত ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে সম্পর্ক উন্নীত করার এমন প্রেক্ষাপটে হচ্ছে, যা দুই দেশের আকাঙ্ক্ষা পূরণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতা বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র এবং যৌথ স্বার্থ রক্ষার্থে সেগুলো কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করবেন।

ওমানের মধ্যস্থতায় তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আজ রোমে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসেছে। প্রাথমিক আলোচনার পর্বের এক সপ্তাহ পর উভয় পক্ষই এটাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০