মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৭

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : সামাজিক মাধ্যমে এখন চোখ মেললেই দেখা যাচ্ছে নতুন এক ঝড়—প্লাস্টিকের খেলনার প্যাকেজিংয়ে মোড়ানো বিখ্যাত মানুষদের ছবি, পাশে প্রতীকী কিছু জিনিস। এই এআই অ্যাকশন ফিগার মিম এখন নেট দুনিয়ার সর্বশেষ নেশায় পরিণত হয়েছে।

প্যারিস থেকে এএফপি জানায়, চিত্রগুলো বাস্তব নয়, বরং চ্যাটজিপিটি’র নতুন ইমেজ জেনারেটরের কল্যাণে এতটাই নিখুঁত যে মনে হয় যেন দোকানে বিক্রির জন্য তৈরি আসল খেলনা। টিকটক থেকে শুরু করে লিংকডইন পর্যন্ত—সব জায়গায়ই ভাসছে এমন সব অলীক পুতুলের হরেক ছবি।

যেমন লিওনেল মেসিকে দেখা যাচ্ছে ফুটবল আর ট্রফির সঙ্গে, আবার ডোনাল্ড ট্রাম্পের প্যাকেজে রয়েছে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ টুপি আর ‘টারিফস’ লেখা সাইনবোর্ড!

অনেক তারকাও নিজের কাল্পনিক পুতুল বানিয়ে শেয়ার করছেন। অভিনেত্রী ব্রুক শিল্ডস যেমন তার ২৫ লাখ ইনস্টাগ্রাম অনুসারীর জন্য পোস্ট করেছেন তার নিজের একটি পুতুল সংস্করণ—সঙ্গে ছোট্ট কুকুর আর সূঁচ-সুতো।

সাধারণ মানুষও নিজের ছবি এআই জেনারেটরে দিয়ে অবলীলায় বানিয়ে নিচ্ছেন এমন ‘প্যাকেজড ভার্সন’। এটা একদিকে মজার হলেও, অন্যদিকে তৈরি করছে কপিরাইট ও ব্যক্তিগত তথ্য নিরাপত্তার নানা প্রশ্ন আর ঝুঁকি।

চ্যাটজিপিটি বিনামূল্যে এসব ইমেজ বানানোর সুযোগ দিচ্ছে। তবে এজন্য ব্যবহারকারীদের একটি প্ল্যাটফর্মে সাইন আপ করতে হয়। এতে করে ওপেনএআই শুধু জনপ্রিয়তাই পাচ্ছে না, বরং গড়ে তুলছে বিপুল সংখ্যক ব্যবহারকারীর বিশাল তথ্যভাণ্ডার।

সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষক ও ডিজিটাল পিপেলেটস প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আনাইস লুবে জানাচ্ছেন, এই প্রবণতার পেছনে রয়েছে এআই চিত্র সৃজনের প্রযুক্তিগত অগ্রগতি।

এর আগে মার্চের শেষ দিকে ওপেনএআইয়ের গ্রাহকরা স্টুডিও ঘিবলির অ্যানিমেশন অনুপ্রাণিত এআই আর্টওয়ার্ক বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়।

অনলাইন মার্কেটিং বিশেষজ্ঞ আহলেম আবিদি-বার্থে বলেন, ‘এই ধরণের ট্রেন্ড সাধারণত সফল হয়, কারণ মানুষ এতে নিজের মতো করে অংশ নেওয়ার সুযোগ পায়। এটা তাদের আত্মসম্মানবোধকে জাগিয়ে তোলে।’

এই প্রবণতাগুলো অনেক সময় শৈশব স্মৃতির সলতে উসকে দেয়, যা ভাইরাল হবার সম্ভাবনা  বাড়িয়ে দেয় ব্যাপকভাবে।

ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান জানিয়েছেন, ছবির এই ফিচার ফ্রি হওয়ার পর মাত্র এক ঘণ্টায় তাদের নতুন ব্যবহারকারীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়।

অ্যাপফিগারস নামের একটি ডেটা বিশ্লেষণ সংস্থার তথ্য মতে, চ্যাটজিপিটি মার্চ মাসে টিকটক ও ইনস্টাগ্রামকেও পেছনে ফেলে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ।

তবে উদ্বেগের জায়গাও রয়েছে।

মানবশিল্পীরা এতে ক্ষুব্ধ—তাদের কাজের অনুকরণ করে কোনো সম্মাননা বা পারিশ্রমিক ছাড়াই তৈরি হচ্ছে এসব ছবি। যেমন, ওপেনএআই স্টুডিও ঘিবলির কোনো অনুমতি না নিয়েই তাদের স্টাইল অনুকরণ করেছে।

যুক্তরাষ্ট্রে এরকম বেশ কয়েকটি এআই কোম্পানির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা চলছে। যদিও এখনও কোনো রায় আসেনি।

এছাড়া রয়েছে পরিবেশগত দিক—একটি সাধারণ চ্যাটজিপিটি টেক্সট আউটপুটেই ব্যবহার হয় গুগল সার্চের চেয়ে দশ গুণ বেশি বিদ্যুৎ। ছবি তৈরি হলে চাহিদা আরও বেড়ে যায়।

সবচেয়ে বড় প্রশ্ন হলো, মানুষ যখন নিজের ছবি বা কাছের মানুষের ছবি এই প্ল্যাটফর্মে আপলোড করছে, তখন তারা আসলে নিজেদের বায়োমেট্রিক তথ্য এমন এক কোম্পানির হাতে তুলে দিচ্ছে, যার উদ্দেশ্য অনেকটাই অজানা।

ব্রিটিশ প্রযুক্তি বিশ্লেষক জো ডেভিস বলেন, ‘আপনার ছবি আসলে একটি তথ্য। আর তথ্য মানেই মূল্য।’

এই ট্রেন্ড বেশিদিন থাকবে না বলেই মনে করেন লুবে। ‘একইরকম পঞ্চাশটা পুতুলের ছবি ইনস্টাগ্রামে বা লিংকডইনে দেখার পর মানুষ একঘেয়েমিতে ভুগবে,’—বলছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০